বাংলাদেশ নূরানী মাদ্রাসার ১৭জন ছাত্রের বৃত্তি লাভ

Share the post
আহসান হাবীব সুমন, কচুয়া চাঁদপুর প্রতিনিধি :চান্দিনা থানা ক্বওমী সংগঠনের উদ্যোগে ২৫ তম বৃত্তি পরীক্ষায় চান্দিনার লক্ষীপুর নতুন বাজার কৈলাইন বাংলাদেশ নুরানী দাওরায়ে হাদীস মহিলা মাদ্রাসার  বালক শাখার ১৭ জন ছাত্র ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।
সম্প্রতি চান্দিনা থানা ক্বওমী সংগঠনের উদ্যোগে ২৫ তম বৃত্তি পরীক্ষায় প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ নুরানী দাওরায়ে হাদীস মহিলা মাদ্রাসার বালক শাখার ১৯ জন ছাত্র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হয়। তার মধ্যে ১৭ জন ছাত্র ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।
ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় ছাত্ররা হলো, আতিকুল ইসলাম,হুজাইফা, আব্দুল আল মামুন, মাহমুদুল হাসান,আনাস গাজী, বায়জিদ,সাজিদুল ইসলাম, সাহাদাত,তানজিম,ইব্রাহীম খলিল, রবিউল ইসলাম,আবু বকর, সাজেদুল ইসলাম, জাবেদ হোসেন, ফাহাদ, সিয়াম, তানজিদ, নাসিম, সিয়াম প্রমুখ।
দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা সকল মুসলমান নর-নারীর উপর ফরজ। রাসুলুল্লাহ (সা.) এর এই অমীয় বাণী যথাযথভাবে পালন করতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাঁদের প্রাণ প্রিয় সন্তানদের কে কুরআনের শিক্ষায় আলোকিত করতে মাদ্রাসায় পাঠান।
চান্দিনা লক্ষিপুর নতুন বাজার কৈলাইন নিজস্ব চারতলা বিশিষ্ট ভবনে অবস্থিত এমন ই একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নুরানী দাওরায়ে হাদীস মহিলা মাদ্রাসা‌। এ মাদ্রাসাটির বালক‌ ও বালিকা শাখায়  প্রত্যন্ত অঞ্চের  ছেলে মেয়েদের মাঝে ইসলামি শিক্ষার আলো ও দ্বীনের আলো ছড়াতে সঠিকভাবে মাদ্রাসা পরিচালনা করেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা নেয়ামত উল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল পরিচালক হাফেজ ক্বারী এইচ এম সাইফুল ইসলাম।
বাংলাদেশ নুরানী দাওরায়ে মহিলা  মাদ্রাসা বালক/বালিকা  শাখার ১৭ ছাত্র ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ায় প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা নেয়ামত উল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল পরিচালক হাফেজ ক্বারী এইচ এম সাইফুল ইসলাম হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজনকারীসহ সকলকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠান শিক্ষাথীদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

কচুয়ায় জলা তেতৈয়া গ্রামে কাঠের ব্রিজ নির্মানে হাজার হাজার কৃষকের প্রশান্তি

Share the post

Share the postআহসান হাবীব সুমন কচুয়া ( চাঁদপুর ) প্রতিনিধি :চাঁদপুরের কচুয়া উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের জলা তেতৈয়া গ্রামে খালের উপর কয়েকটি কাঠের ব্রীজ নির্মান করা হয়েছে। এতে ওই এলাকা কিংবা আশে পাশের কৃষকরা প্রশান্তির স্বস্তি পেয়েছেন। দীর্ঘদিন ধরে বর্ষার মৌসুমে বাশেঁর সাকো থাকায় পারপারে চরম ভোগান্তিতে পড়ত হতো কৃষকদের। বিশেষ করে জমির ফসল ঘরে […]

ফিলিস্তিনে গণহত্যায় ইসরাইলের বিরুদ্ধে কচুয়া আলোর দিশারীর সমাজসেবা সংগঠনের বিক্ষোভ – মিছিল সমাবেশ

Share the post

Share the postআহসান হাবীব সুমন, কচুয়া চাঁদপুর প্রতিনিধি :ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নির্বিচারে গণহত্যা ও বিমান হামলার তীব্র ও নিন্দা প্রতিবাদ জানিয়ে চাঁদপুরের কচুয়া আকানিয়া বিক্ষোভ মিছিল – প্রতিবাদ সমাবেশ করা হয়েছে শুক্রবার বিকেলে আকানিয়া আলোর দিশারী সমাজসেবা সংগঠনের আয়োজনে উপজেলার আকানিয়া মোড়ে এ কর্মসূচি পালন করেন । প্রতিবাদী লোকজন বিভিন্ন এলাকা থেকে আকানিয়া মোড়ে জরো […]