বরিশাল নগরীতে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে
শাওন অরন্য,সিনিয়র নিউজ রিপোর্টার,বরিশাল। বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে সোমবার নগরীর কাঠপট্টি এবং তালতলী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বরিশালে ডাক্তারদের প্রদর্শনের জন্য দেয়া ওষুধ সামগ্রী (স্যাম্পল) দোকানে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে রাখায় ৩টি ফার্মেসি থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। স্যাম্পল ওষুধ বিক্রির জন্য নগরীর কাঠপট্টির দুটি ফার্মেসী থেকে ২০ হাজার করে ৪০ হাজার এবং মেয়াদোত্তীর্ন ওষুধ রাখায় একটি ফার্মেসী থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বরিশালের ড্রাগ সুপার অদিতি স্বর্না উপস্থিত ছিলেন। অপরদিকে ভ্রাম্যমাণ আদালত নগরীর তালতলী বাজারে নিত্যপন্যের মূল্য নরজরদারি করে। এছাড়া অতিরিক্ত মূল্যে নিত্যপণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩টি মুদি দোকান থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের প্রদর্শনের জন্য বিভিন্ন ধরনের ওষুধের স্যাম্পল (নমূনা) উপহার দিয়ে থাকেন। ওই স্যাম্পল ওষুধগুলো বিক্রয়যোগ্য নয়। এগুলো বিক্রি শাস্তিযোগ্য অপরাধ।