বরিশালে উপ-পুলিশ কমিশনার খাঁন মুহাম্মদ আবু নাসের বিএমপি পুলিশ লাইন্স বরিশাল অস্ত্রাগার ও খাবার মেস পরিদর্শন করেন
শাওন অরন্য,সিনিয়র নিউজ রিপোর্টার,বরিশাল। বরিশালে গতকাল ০১ সেপ্টেম্বর ২০২০ (মঙ্গলবার) উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস বিএমপি খাঁন মুহাম্মদ আবু নাসের বিএমপি পুলিশ লাইন্স বরিশাল অস্ত্রাগার ও খাবার মেস পরিদর্শন করেন। এসময় তিনি মেস ম্যানেজার ও সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আরো রুচিসম্মত ও পরিচ্ছন্ন খাবার পরিবেশনের জন্য নির্দেশ দেন।