বরিশালের চকবাজার এলাকায় ঈদের কেনাকাটায় ধুম লেগেছে, তাদের কাছে করোনা কোন বিষয় না
শাওন অরন্য,সিনিয়র নিউজ রিপোর্টার,বরিশাল। বরিশালে লেগেছে ঈদের মেলা তাই কেনা কাটায় ব্যস্ত বরিশালের মানুষজন, বেশিরভাগই মহিলা। হায় রে মানুষ ঈদের কেনাকাটায় খুব ব্যস্ত। অথচ নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে তারা। এটা তাদের মাথায় নেই গতকালও সারা দেশে এক হাজার এর উপর করোনা রোগী সনাক্ত হয়েছে, আজও তার পরিমান প্রায় হাজার ছুই ছুই। বরিশালে প্রাণঘাতী কোরানা ভাইরাসকে উপেক্ষা করে দীর্ঘ দেড় মাস পর মহিলা ক্রেতারা গৃহবন্ধি থাকার পর শ্বাস ছেড়ে ঘড় থেকে

বেড়িয়ে আসতে পেরে যেন মহা খুঁশি। মহা আনন্দে নগরীর বাণিজ্যিক এলাকা ৯নং ওয়ার্ড চক বাজারের শপিংমল ও ফুটপাতের দোকান গুলোতে কেনাকাটার জন্য শারিরীক সুরক্ষার কথা ভুলে গিয়ে তারা একে অপরের গায়ে ঘেসে কেনাকাটায় ব্যস্ত। এমনভাবে মগ্ন হয়ে পড়েছে কেনাকাটায় দেখে মনে হয় যেন চলছে ঈদ বেচা কেনার উৎসব। কিন্তু জেলা প্রশাসনের দেয়া লকডাউন আইন মানছেন না কেউই। বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাদিক আব্দুল্লাহর অনুরোধে দোকান পাট বন্ধ রাখার সিদ্দান্ত নিয়েছিলেন ব্যাবসায়িক মালিক সমিতি।

কিন্তু কেউই মানছেন না এই সিদ্দান্ত। তাই দ্রুত ব্যাবস্থা গ্রহন না করা গেলে অনেক বড় ক্ষতি হতে পারে বরিশালবাসীর।