বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জন্ম দিন উপলক্ষ্যে আলোচনা সভা – দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরন
চট্টগ্রাম সংবাদ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যারাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্নেহের ছোট বোন শেখ রেহানা’র জন্মদিন উপলক্ষে আজ দুপুর আগ্ৰাবাদ সি ডি এ ৫নং রোড়স্থওয়াহিদিয়া মাকসুদিয়া উম্মেল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ-সময় আরো উপস্থিত ছিলেন ২৭ নং দক্ষিন আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজ মোল্লা,যুবলীগ নেতা আকতার হোসেন, হারুন অর রশীদ, শাহীনুর আকতার, কাজী মোঃ আরিফ, আমির হোসেন জুয়েল, মিজানুর রহমান, টিপু,মনির হোসেন, নুর এ এলাহি সানি, জুয়েল খান,কামাল, রাব্বি, আরাফাত, জসিম, রাসেল হোসেন বাবু, শাকিল মোস্তফা, হিমেল,ইরফান, রাহাত, অনিক,সাফায়ত প্রমুখ।
এ সময় দেবাশীষ পাল দেবু বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট কালো রাত্রিতে সর্বশক্তিমানের অশেষ দোয়া ও আশির্বাদে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর দুই কন্যা রাষ্ট্র নায়ক শেখ হাসিনা ও তাঁর সেন্হের ছোট বোন শেখ রেহেনা বাঙালি জাতির ভাগ্য উন্নয়নে আশির্বাদ স্বরূপ। তিনি সব সময়ই ভুমিকা রেখেছেন জনহিতৈষী কাজে বড় বোন রাষ্ট্র নায়ক শেখ হাসিনার কাছে শুধুই আদরের রেহানা।দোয়া মাহফিলে জাতির জনকের দুই কন্যার সুস্বাস্থ্যের ও দীর্ঘআয়ু কামনা মোনাজাত পরিচালনা করেন মৌলানা হারুন-অর রশীদ।