বঙ্গবন্ধুর সহচর অসহায় বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের পাশে দাড়ালেন সভাপতি সালমান দিপ্ত
সজীব আনোয়ার ইভানঃ করোনা ভাইরাস বা নোভেল কোভিড-১৯ এর ভয়াবহতা ইতোমধ্যে সারাবিশ্বে ছড়িয়েছে। এতে করে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য পরিবার। সারাবিশ্বে এই ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা প্রায় ৭০হাজার ছাড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় ছাড়িয়েছে ১৩লাখ। এমতাবস্থায় একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা হারবাং ইউনিয়ন ৭নং ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকার ধর্মান্তরিত মুসলমান, বীর মুক্তিযোদ্ধা জাতির জনকের স্নেহ ধন্য মাষ্টার হুমায়ূন কবিরের (পূর্বে দিলীপ কুমার দাস) পরিবার লকডাউনের দিনগুলোতে খেয়ে না খেয়ে দিন পার করছিলেন। এই পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনি পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক এবং মুক্তিযুদ্ধ মঞ্চ ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরের সভাপতি সালমান চৌধুরী দিপ্ত ফেসবুকে ভাইরাল হওয়া, এই মুক্তিযোদ্ধার কন্যার আকুতি দেখে তৎক্ষনাৎ তিনি চকরিয়া উপজেলার ছাত্রলীগ, মুক্তিযুদ্ধ মঞ্চ এবং বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কর্মিদের নজরে দেন। খবর পেয়ে তারা সভাপতি সালমান চৌধুরী দীপ্ত এবং নিজেদের সহায়তায় ওই পরিবারের পাশে গিয়ে দাড়ান এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবলীগ নেতা রুবেল, হারবাং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীনেতা নওশাদ, আরিফ, রাকির, রিদুয়ান, আমিন সহ মুক্তিযুদ্ধ মঞ্চ ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উপজেলার নেতাকর্মীরা। তারা মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরকে যখন যা লাগবে নিঃসংকোচে তাদের জানানোর জন্য অনুরোধ করে সবার ব্যক্তিগত মোবাইল নাম্বার দিয়ে যান। পরবর্তীতে সবার সহযোগীতায় স্থানীয় এমপি স্থানীয় মাননীয় সাংসদ জনাব জাফর আলম, কক্সবাজার জেলা ডিসি এবং চকরিয়া উপজেলার ওসি হাবিবুর রহমান পরদিন সকালে, ওই অসহায় মুক্তিযোদ্ধার বাড়ি পরিদর্শনে যান এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দেন। এর আগে ফেসবুক লাইভে এসে মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে লকডাউনের কারণে মানবেতর জীবনযাপন করছেন তিনি তার বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এসময় বাবা হুমায়ুন কবির এর বীরত্বগাথা বর্ণাঢ্য জীবনের কথা বলে আবেগাপ্লুত হয়ে বিভিন্ন জায়গায় সাহায্যের আবেদন করেও নিরাশ হতে হয়েছে বলে উল্লেখ্য করেন তিনি। মাস্টার হুমায়ুন কবির (পূর্বে দিলীপ কুমার দাস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার বিয়ের দায়িত্ব পালন করেছিলেন। উল্লেখ্য যে বঙ্গবন্ধু কন্যার বিয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালিস্থ দোভাষ বাড়িতে আয়োজন করা হয়েছিল।