বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি মিটুল এবং সাধারণ সম্পাদক সামছুজ্জামান নির্বাচিত

Share the post
এস.এম.জয়, বগুড়া :বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৩শে মে) রাত ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সভাপতি পদে আব্দুল হামিদ মিটুল এবং সাধারণ সম্পাদক পদে মো. সামছুজ্জামান  নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. আব্দুল বাছেদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া শহরজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। যা ছিল চোখে পড়ার মত। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. আব্দুল বাছেদ জানান, নির্বাচনে বিভিন্ন পদে ১১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে সভাপতি পদে দুইজন, কার্যকরী সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে ১৫ জন, সাধারণ সম্পাদক পদে দুইজন, সহ-সাধারণ সম্পাদক পদে ১০ জন, কোষাধ্যক্ষ পদে একজন, সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন, সমাজকল্যাণ সম্পাদক পদে একজন, সাংস্কৃতিক সম্পাদক পদে পাঁচজন, ক্রীড়া সম্পাদক পদে দুইজন, দপ্তর সম্পাদক পদে তিনজন, প্রচার সম্পাদক পদে দুইজন, ধর্মীয় সম্পাদক পদে চারজন, আন্তঃজেলা সড়ক সম্পাদক পদে  পাঁচজন, অভ্যন্তরীণ সড়ক সম্পাদক পদে চারজন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা  করেন।
নির্বাচনে ৩২৭ জন প্রিজাইডিং অফিসার ১০৯টি বুথে ভোট গ্রহণ করেন। প্রতিটি বুথে ২শ’ করে ভোট গ্রহণ করা হয়েছে। এছাড়াও ১০ জনের মনিটরিং টিম, ১০জন স্বেচ্ছাসেবক, ৬৫জন আনসার, এডিএম’র নেতৃত্বে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করেন। এরপরও জেলা প্রশাসক ও পুলিশ সুপার নির্বাচন পর্যবেক্ষণ করেন। শ্রম অধিদপ্তরের কর্মকর্তারাও নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেন। এছাড়াও পুলিশ সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
এদিকে নির্বাচনকে ঘিরে বগুড়া শহরের সাতমাথা এলাকায় সকাল থেকে শ্রমিকরা তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করতে ভোটারদের মাঝে প্রচারণা চালান। এতে করে পুরো বগুড়া শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। এদিকে বিকেল ৪ টায় ভোট গ্রহণ শেষে গণনা শুরু হলে প্রার্থীর কর্মী-সমর্থকরা উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে ভোট গণনা প্রত্যক্ষ ও ফলাফল এর জন্য অপেক্ষা করতে থাকেন। আজ শুক্রবার (২৩শে মে) রাত ১১টায় পাওয়া তথ্যে জানা যায় সভাপতি পদে আব্দুল হামিদ মিটুল ও সাধারণ সম্পাদক পদে সামছুজ্জামান নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

৫ই আগস্ট সরকারি ছুটি মানলেন না বগুড়ার সান্তাহার এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়া

Share the post

Share the postএস.এম.জয়,বগুড়া :সোমবার ৫ই আগস্ট ‘জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত ঐতিহাসিক বিজয় দিবস’। এদিন সরকারি ভাবে সাধারণ ছুটি ঘোষণা করেছে ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের সব প্রতিষ্ঠান এদিনের ছুটি উদযাপন করলেও খাদ্য বিভাগের মধ্যে সবচেয়ে বড় উপজেলার সান্তাহার এলএসডি (লোকাল স্টোরেজ ডিপো)-র ভারপ্রাপ্ত কর্মকর্তা ছুটি উদযাপন করেননি বলে তথ্য মিলেছে। তিনি অফিস খোলা রেখে […]

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সরকারী আজিজুল হক কলেজের শিক্ষার্থী মোস্তাকিম নিহত

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া :বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী রাকিব হোসাইন মোস্তাকিম নিহত হয়েছেন। রোববার (৬ই জুলাই) দুপুর ৩ টার দিকে কলেজ ক্যাম্পাসের ওয়াবদা গেটে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাসিন্দা ছিলেন। নিহতের বন্ধুরা জানায়, রোববার দুপুরে মোস্তাকিম […]