বগুড়ায় ফাঁকা রাস্তায় ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক
এস.এম.জয়, বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় চিকাশি-সোনাহাটা পাকা সড়কের বড়চাপড়া বাজার এলাকায় ফাঁকা জায়গায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ-সময় বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার রাত ৯টার দিকে এ- ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিকাশি ইউনিয়নের বড়চাপড়া বাজারের অদূরে পশ্চিম পাশে ফাঁকা রাস্তার উপরে রাতে কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ- সময় বিকট শব্দে আতঙ্কিত হয়ে ওঠে আশপাশের এলাকার মানুষ। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম Channel 21″ -কে এ- তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি ও প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য বিশেষ একটি মহল এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।