বগুড়ায় জিতু বাহিনীর তিন আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুরসহ  ২৭ জনের নামে মামলা দায়ের

Share the post
এস.এম.জয়, বগুড়া :বগুড়ায় কিশোরী মেয়েকে বিয়ে করতে না পারায় বাবা রিকশাচালক মো: শাকিল আহমেদ (৪০) কে পিটিয়ে হত্যার ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী মালেকা বাদী হয়ে দায়ের করা মামলায় ১৭ জনের নাম উল্লেখ করাসহ আরও ৮-১০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনার রাতেই পুলিশ জেলা স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনকে গ্রেফতার করে।
নিহত শাকিল আহমেদ বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ এলাকার সাজুর পুত্র।
গ্রেফতারকৃত আসামিরা হলো, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু সরকার, মতি ওরফে মতিন ও শফিকুল হাসান ওরফে বিপ্লব।
মামলার তদন্তকারি কর্মকর্তা, ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই জোবায়ের খান জানান, আসামিদের কে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: মেহেদী হাসান আবেদন শুনানী শেষে ওই ৩ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ-দিকে শাকিল আহমেদ হত্যার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা শাখা।  রোববার বিকেলে শহরের সাতমাথায় সংগঠনের সভাপতি এ্যাড. দিলরুবা নূরী’র সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার এ্যানি’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা কমিটির আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সহ-সভাপতি রাধা রানী বর্মন, অর্থ সম্পাদক নিয়তি  সরকার নিতু প্রমূখ।
বক্তারা এই নৃশংস হত্যাকান্ডের তীব্র ক্ষোভ
প্রকাশ করেন এবং হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীর গ্রেফতার-বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে ৩ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এরমধ্যে জিতু এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। বাঁকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

৫ই আগস্ট সরকারি ছুটি মানলেন না বগুড়ার সান্তাহার এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়া

Share the post

Share the postএস.এম.জয়,বগুড়া :সোমবার ৫ই আগস্ট ‘জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত ঐতিহাসিক বিজয় দিবস’। এদিন সরকারি ভাবে সাধারণ ছুটি ঘোষণা করেছে ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের সব প্রতিষ্ঠান এদিনের ছুটি উদযাপন করলেও খাদ্য বিভাগের মধ্যে সবচেয়ে বড় উপজেলার সান্তাহার এলএসডি (লোকাল স্টোরেজ ডিপো)-র ভারপ্রাপ্ত কর্মকর্তা ছুটি উদযাপন করেননি বলে তথ্য মিলেছে। তিনি অফিস খোলা রেখে […]

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সরকারী আজিজুল হক কলেজের শিক্ষার্থী মোস্তাকিম নিহত

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া :বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী রাকিব হোসাইন মোস্তাকিম নিহত হয়েছেন। রোববার (৬ই জুলাই) দুপুর ৩ টার দিকে কলেজ ক্যাম্পাসের ওয়াবদা গেটে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাসিন্দা ছিলেন। নিহতের বন্ধুরা জানায়, রোববার দুপুরে মোস্তাকিম […]