বগুড়ায় এবার ৬৫৪ মন্ডপে দুর্গাপূজা; ব্যস্ত সময়ে রয়েছে প্রতিমা তৈরীর শিল্পীরা

Share the post
এস.এম.জয়, বগুড়া : আসছে দুর্গাপূজা,আর কয়েকদিন পর দুর্গাপূজার মন্ডপে মন্ডপে ঢাক-ঢোল ও কাঁসর ঘন্টার ধ্বনি বাজবে ও ধুপের গন্ধ। বগুড়ায় এবার ৬৫৪ শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব কে ঘিরে এখনও প্রতিমায় রঙের আঁচড় পড়েনি। পুরোদমেই চলছে প্রতীমা তৈরীর কাজ। এতে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর শিল্পীরা। আগামী ৯ই অক্টোবর থেকে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। এবার দেবী আসবে দোলায় চড়ে আর গমন করবে গজে বা হাতিতে চড়ে। ৫ দিন ব্যাপী এই উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের বগুড়া নিউমার্কেটসহ বিভিন্ন বিপনী বিতানে জেলার বিভিন্ন উপজেলায় কেনাকাটায় ব্যস্ত। পূজার শুরুর আগদিন পর্যন্ত চলবে তাদের এই কেনাকাটা।
এখনও অনেক কাদা-মাটির কাজ, কাজ শুকালে প্রতিমা গুলোতে পড়বে রঙের আঁচড়। প্রতিমা আগমনের জন্য মন্ডপে গুলোতে চলছে পরিস্কার পরিচ্ছন্নের কাজ। অনেক আগে মন্ডপে মন্ডপে প্রতিমা বানানো ও রঙের কাজ চলতো। কিন্ত এখন প্রতিমা শিল্পীরা তাদের নিজেদের জায়গায় অনেক প্রতিমা তৈরী করে প্রতিমাতে রঙে রাঙিয়ে সম্পন্ন করে মন্ডপে মন্ডপে সরবরাহ করে থাকে। বগুড়ার প্রতিমা শিল্পী কাজল জানান, এখন বাঁশ ও কাঠে দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরীতেও খরচ বেড়েছে। যে যত দামের মধ্যে প্রতিমা কিনতে চায় সেই সাইজের প্রতিমা সেই দামের প্রতিমা সরবরাহ করে থাকি।
এদিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, এবার জেলায় ৬৫৪ টি পূজা মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুলিশ, আনসারসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা মোতায়েন থাকবে। যেসব মন্ডপে সিসি ক্যামেরা আছে সে গুলোকে সচল রাখতে বলা হয়েছে মন্ডপ কমিটিকে। এ ছাড়া গমন ও বর্হিগমনের পথ রাখতে বলা হয়েছে। মেয়েদের জন্য পৃথক পৃথক লাইন রাখতে বলা হয়েছে।শারদীয় দুর্গোৎসব পরিষদের বগুড়া পৌর পরিষদের সভাপতি পরিমাল প্রসাদ রাজ জানান, নিরাপত্তার জন্য সরকারী ভাবে যে নির্দেশনা থাকবে তার বাইরে তাদের স্বেচ্ছাসেবক দল ও তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আনসার রাখা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাবিতে শেরপুর জেলা সমিতির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক জুয়েল

Share the post

Share the postরাবি প্রতিনিধি: রাজশাহীর বিশ্ববিদ্যালয় (রাবি) শেরপুর  জেলা সমিতির ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আতিক তালুকদারকে সভাপতি ও মো. জুয়েলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। শনিবার (৮ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হবিবুর মাঠে সংগঠনটির উপদেষ্টাগণ ও বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান  বিভাগের অধ্যাপক ড.হাবিবুর রহমান নতুন […]

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগীতায় ৭ হাজার শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহারের অংশ হিসাবে ৪র্থ পর্যায়ের আয়োজনে এই আনন্দ উৎসব অনুষ্ঠিত […]