“ফ্রীতে পেয়ে যাবেন সর্বশেষ তথ্য ও সেবা”
নিউজ ডেস্ক
কোভিড-১৯ ফ্যাক্টবট হল একটি ম্যাসেঞ্জার বট (Messenger Bot) যেটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সাধারন মানুষেকে করোনাভাইরাস এবং কোভিড-১৯ সম্পর্কে সঠিক তথ্য দেয়ার জন্যে। এই বটের মাধ্যমে ব্যবহারকারীরা যে সকল সুবিধা পাবে তা হলোঃ
করোনা ভাইরাস এবং কোভিড-১৯ এর ব্যাপারে সম্পূর্ণ সত্য এবং যাচাইকৃত সংবাদ জানতে পারবে।
এই ভাইরাস এবং রোগটির ব্যাপারে সাধারন এবং গুরুত্বপূর্ণ সকল প্রশ্নের উত্তর জানতে পারবে।
এলাকা ভিত্তিক, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, সুস্থ হয়ে ওঠার সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা সঠিক সময়ে জানতে পারবে।
করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণের উপর ভিত্তি করে নিজেই কোভিড-১৯ রোগের সম্ভাব্যতা যাচাই করতে পারবে।
মিথ্যা তথ্য এবং খবরের কারনে সম্ভাব্য রাষ্ট্রীয় সংকটের হাত থেকে রক্ষা পাবে।
স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর এবং মেডিকাল সেন্টারের ঠিকানা, ফোন নম্বর, বরাদ্দকৃত আসন সংখ্যাসহ অনান্য জরুরী তথ্য জানতে পারবে।
জাতীয় পর্যায়ের বিভিন্ন জরুরী সেবা গ্রহনের হটলাইন নাম্বার খুজে পাবে।
ভার্চুয়াল মেডিক্যাল এবং মেন্টাল সাপোর্ট সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারবে।
ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক ভাবে সুস্থ এবং সাবধান থাকার জন্য বিভিন্ন টিপস এবং সাজেশান পাবে।কেনো এই প্রজেক্ট?প্রজেক্টটির লিড প্রোগ্রামার মোঃ শারফুদ্দিন শাওনের মতে, “ইন্টারনেটের জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার শিরা-উপশিরায় ছড়িয়ে আছে মিথ্যা খবর, ভুল তথ্য এবং বানোয়াট হাজারো ঘটনা। আমাদের দেশের ইন্টারনেটের সাথে যুক্ত থাকা অধিকাংশ মানুষই এই বানোয়াট এবং সত্য ঘটনার মধ্যে পার্থক্য খুঁজে পেতে ব্যর্থ হয়। এরকম মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্যের কারনে দেখা দিতে পারে ব্যক্তিগত , সামাজিক দুর্দশা, অপ্রয়োজনীয় অতঙ্ক এবং ভয়ংকর আর্থ-সামাজিক হুমকি। করোনার মহামারীর সময়ে যা কিনা বয়ে আনতে পারে জাতীয় পর্যায়ের সংকট।”
ফেসবুক, ম্যাসেঞ্জারকেই প্ল্যাটফর্ম হিসেবে কেনো বেছে নেয়া হল?
কোভিড-১৯ ফ্যাক্টবট এর জন্য প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুক ও ম্যাসেঞ্জার বাছাই করার পেছনে কারণ হচ্ছে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সিংহভাগই ফেসবুক ব্যবহার করে। যার ফলে এটি ব্যবহার করতে তাদের নতুন কোন সফটওয়্যার বা মোবাইল এ্যাপ ডাউনলোড করতে হচ্ছে না এবং এটি ব্যবহার করার জন্য তাদের নতুন কোন কিছু শিখতে বা জানতে হচ্ছে না। তারা এতদিন যেভাবে ফেসবুক বা ম্যাসেঞ্জারে বন্ধু বা আত্মীয়দের সাথে কথা বলে আসছেন ঠিক সেভাবেই তারা এই বট-এর সাথে কথা বলতে পারবেন।
এই প্ল্যাটফর্মটি নির্বাচন করার আরেকটি মূল কারণ হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মোবাইল অপারেটরই ম্যাসেঞ্জার ফ্রী তে ব্যবহার করার সুযোগ দিয়ে থাকে।যার ফলে জরুরী সময়ে এই সল্যুশনটি ব্যবহার করতে কারও কোন খরচ করতে হচ্ছে না।
প্রজেক্টের পেছনে কারা কাজ করছেন?
প্রজেক্টটির মূল প্রোগ্রামার হলেন মোহাম্মদ শারফুদ্দিন শাওন, যিনি বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের “ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ক্লাব”-এর সাথে জড়িত। তাছাড়াও তার সহযোগী হিসেবে রয়েছেন সোহানূর রহমান শুভ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), রাশা কবির (সাফিনা ওমেন্স ডেন্টাল কলেজ), নিলয় ফারহান (ব্র্যাক বিশ্ববিদ্যালয়), সাব্রিনা ঐশি (ব্র্যাক বিশ্ববিদ্যালয়), তাহমিদ আহমেদ (ব্র্যাক বিশ্ববিদ্যালয়)
গুরুত্বপূর্ণ লিংক:
Covid-19 Factbot Facebook page: https://www.facebook.com/covid19.factbot/
Covid-19 Factbot Messenger link: https://m.me/covid19.factbot