

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় আট মাস পর হরতালের কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। গণহত্যার অভিযোগ নিয়ে দলীয় প্রধান থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতারা দেশে-বিদেশে পালিয়ে বেড়ানো অবস্থায় এই হরতালের ডাক দেওয়া হয়েছে দলের ভেরিফায়েড ফেসবুক পেইজে। তবে হরতালের পক্ষে নেত্রকোনায় কোথাও আওয়ামী লীগের দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়েনি। এছাড়াও নেত্রকোনার বিভিন্ন রুটের বাস চলাচল করছে স্বাভাবিক নিয়মে। দূরপাল্লার সব রুটে বাস চলাচল করছে।
আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সকাল থেকে বিকাল পর্যন্ত হরতালের সমর্থনে কোথাও আওয়ামী লীগের কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি। আরো ও জানা যায়, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ গত ৫ আগস্টের পর থেকে অনেকটা ছন্নছাড়া অবস্থায় রয়েছে আওয়ামী লীগ। দলের নেতারা অনেকেই পালিয়ে দেশ ছেড়েছেন। যারা দেশে আছেন তাদের কেউ কেউ গ্রেফতার হয়েছেন,বাকিরাও প্রকাশ্যে আসার সাহস পাচ্ছেন না। এই অবস্থায় হরতালের মতো কর্মসূচির ডাক দেওয়ায় আওয়ামী লীগের তৃণমূল ক্ষুব্ধ বলে জানা গেছে।
এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদ জানিয়েছেন নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেক মিয়া। আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের আরও প্রতিবাদ জানিয়ে ঠাকুরাকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম খান সংগ্রাম ও জেলা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক তরিকুল আলম জামাল জানান, আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদ জানাই।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা আক্তার ও জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি লিপি আক্তার রুনা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কিসের হরতাল, আমরা আপনার মুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুনেছি। কিন্তু নেত্রকোনায় এখনো হরতালের কোনো প্রভাব পড়েনি।আর আমরা পড়তে ও দিবো না।
এদিকে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোনা -৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু তাহের তালুকদার বলেন, আমি সকাল থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব দেখি নাই। তারা মাঠেই নেই তাহলে হরতাল পালন করবে কিভাবে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেই হরতাল পালন করছে।