ফতেয়াবাদে তরুণদের আত্নপ্রচেষ্টায় ১৫ টাকায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ.
ফতেয়াবাদ: করোনা ভাইরাসের সংক্রামন রোধ করতে প্রশাসনের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ফতেয়াবাদের তরুন সংগঠক কে, এম মিনহাজ মাসুম বাবুর তত্ত্বাবধানে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করেছেন ফতেয়াবাদের একদল তরুণ সমাজ। ফোন কলে মাত্র ১৫ টাকায় ফতেয়াবাদের নিম্নবিত্ত থেকে শুরু করে সবার মাঝে কাঁচা বাজার,শুকনো বাজার এবং ঔষুধ পৌঁছে যাবে মুহূর্তের মধ্যে। এতে করে সামাজিক দূরত্বের পাশাপাশি রোধ হবে সংক্রামনও। যারা এমন মহৎ উদ্যোগ ফতেয়াবাদে গ্রহন করেছেন,তাদেরকে সহযোগীতা করার জন্য

রাজনৈতিক,অরাজনৈতি,সরকারি,বেসরকারী, প্রশাসনিক সকল পেশার মানুষকে আর্থিক সহযোগীতা করে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তাদেরকে অল্প কিছু আর্থিক সহযোগীতা করে আপনিও অংশীদার হতে পারেন মানবতামূলক ১৫ টাকার বাজারের। ১৫ টাকার বাজারে আপনি পাচ্ছেন, যাবতীয় সব ধরনের সবজি (কাঁচা বাজার),শুকনো বাজার অর্থাৎ চাল,ডাল,চিনি ইত্যাদি,এবং ঔষুধ সমূহ পাওয়ার সুযোগ। যে কোন সময় হোম ডেলিভারি পাওয়ার জন্য যোগাযোগ করুন নিম্নের নাম্বারে: 01631-461573, 01857-284360 বিকাশে ১৫ টাকার বাজারকে সহযোগীতা করার জন্য যোগাযোগ করুন: বিকাশ: 01721-541777 রকেট: 01676-431790 জেগে উঠেছে তারুণ্য,জেগে উঠবে মানবিক বাংলাদেশ.প্রত্যাশা ফতেয়াবাদবাসীর।
