চট্টগ্রাম সংবাদ: ফটো এরিনা বাংলাদেশ এর উদ্যোগে আজ শুক্রবার চট্টগ্রামের জামালখানে “ওয়ান’স ওন প্লাটফর্ম” এর সহায়তায় ফটোগ্রাফারদের নিয়ে একটি ফটো আড্ডার আয়োজন করা হয়।ফটো আড্ডার প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার অভিজিৎ বিশ্বাস। তিনি তার ফটোগ্রাফি ও সিনেমেটেগ্রাফি জীবনের পথচলার বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন। আধুনিক ফটোগ্রাফিতে নিজেকে কিভাবে গুছিয়ে নিয়ে কাজ করা যায় সেই সম্পর্কিত বিভিন্ন কলাকৌশল সম্পর্কে আলোচনা করেন।
বর্তমানে ফটোগ্রাফি শিল্পের যে বিশাল কর্মক্ষেত্র রয়েছে সেটাকে কজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আড্ডায় চট্টগ্রামের জ্যেষ্ঠ ফোটোগ্রাফারদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন এবং সেই সাথে চট্টগ্রামের বিভিন্ন ফটোগ্রাফি সংগঠনগুলোর কর্ণধারগন ফটো এরিনা বাংলাদেশের পথ চলার সাথে থাকার অংগীকার ব্যক্ত করেন।

আয়োজকরা জানান ফটোগ্রাফি শিল্পের প্রসারে ও ফটোগ্রাফারদের মান উন্নয়নে ফটো এরিনা বাংলাদেশের যে পথ পরিক্রমা তারই ধারাবাহিকতায় এই ফটো আড্ডার আয়োজন করা হয়। ফটো এরিনার ধারাবাহিক কার্যক্রমে সবাইকে সাথে থাকার আহ্বান জানান।
