

মুহাম্মদ রনি,প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ আয়োজিত “ইন্টার-ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৫” উৎসবমুখর ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় রাজধানীর মাদানী অ্যাভিনিউস্থ হ্যাংআউট মাঠে। এতে বিভাগের পাঁচটি ব্যাচ অংশগ্রহণ করে, যেখানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদেরও ব্যাপক উপস্থিতি ছিল।
চূড়ান্ত ম্যাচে ইকোনোমিক্স ব্যাচ ২৫১ অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ৩-০ গোলে বিজয়ী হয় এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলের অন্যতম তারকা খেলোয়াড় ‘Tiebreaker’ হ্যাটট্রিক করে দর্শকদের মন জয় করে নেয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সামিউল ইসলাম। তিনি খেলোয়াড়দের উৎসাহ দিয়ে বলেন, “শুধু পড়ালেখা নয়, খেলাধুলার মাধ্যমেও শিক্ষার্থীরা পারস্পরিক বন্ধন, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ অর্জন করতে পারে।”
পুরো টুর্নামেন্টের সুষ্ঠু ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অর্থনীতি বিভাগের লেকচারার মো. তোফায়েল মাহমুদ। তাঁর সংগঠনিক দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টায় পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
শিক্ষক-শিক্ষার্থীরা এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, একাডেমিক পরিবেশের বাইরে এ ধরনের আয়োজন বিভাগীয় সংহতি ও সুস্থ প্রতিযোগিতা তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান, গ্রুপ ফটোশুট ও বিজয়ী দলের উদযাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই টুর্নামেন্ট কেবল একটি খেলা নয়—এটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বন্ধন, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে তোলার এক অনন্য উদাহরণ।