প্রথমবারের মতো রাবির আইআর বিভাগে ‘স্টুডেন্টস অ্যাচিভমেন্টস ফেয়ার’ অনুষ্ঠিত

Share the post
সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “স্টুডেন্টস অ্যাচিভমেন্টস ফেয়ার–২০২৫”। রোববার (৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের চতুর্থ তলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আইআর বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন ও অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। এই আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদেরকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় অনুপ্রাণিত করবে।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, “আইআর বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ হার্ভার্ড বিজনেস স্কুল থেকে সার্টিফিকেট অর্জন করেছে—এটি অত্যন্ত গর্বের বিষয়। বিভাগটি এখনও নতুন হওয়ায় কিছু সীমাবদ্ধতা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নিচ্ছে, বিশেষ করে শিক্ষক নিয়োগে।”
অন্যদিকে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান বলেন, “এমন ব্যতিক্রমধর্মী আয়োজন নিঃসন্দেহে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোগের প্রমাণ। এই বিভাগের কো-কারিকুলার সাফল্য সত্যিই অনুকরণীয়।”
সবশেষে আইআর বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম বলেন, “আমাদের শিক্ষার্থীরা মেধাবী হলেও সুযোগ ও তথ্যের অভাবে তাদের সম্ভাবনা পুরোপুরি বিকশিত হয় না। শুধু সিজিপিএ নয়, কো-কারিকুলার কার্যক্রমেও মূল্যায়ন জরুরি। আজকের ফেয়ারের উদ্দেশ্যই ছিল শিক্ষার্থীদের গোপন প্রতিভা তুলে ধরা। গর্বের বিষয়, আমাদের ৭ জন শিক্ষার্থী হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট অর্জন করেছে।”
উল্লেখ্য, অনুষ্ঠানে আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হাসিবুল হাসান তুর্য এবং দ্বিতীয় হন জাহিদ হাসান রানা। ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রায়ান ইস্তিয়াক, আর যৌথভাবে দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ইস্তিয়াক ও শারমিন জাহান সেতু।
আয়োজনের দ্বিতীয় পর্বে “শরণার্থী সংকট নিরসন নিয়ে ভাবনা: উত্তর-উপনিবেশবাদ প্রেক্ষিতে রোহিঙ্গাদের দৃষ্টিভঙ্গির বিশ্লেষণ” শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের সমন্বয়ক ড. শরিফুল ইসলাম।
সেমিনারে ড. শরিফুল বলেন, “রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও সম্মানজনক সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা এবং কৌশলগত কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ জরুরি। রোহিঙ্গারা তাদের জন্মভূমি মিয়ানমারে ফেরত যেতে চায়, তবে এর জন্য তাদের নৃ-তাত্ত্বিক পরিচয়ের স্বীকৃতি ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “রাখাইন প্রদেশে মানবিক করিডর গড়ে তোলা হলে, তা রোহিঙ্গা প্রত্যাবাসনের পথে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। তবে এ সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে বিবেচনায় রাখতে হবে।”
সেমিনারে বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সরকারি স্বীকৃতি পেল রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব 

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি :রাজশাহী বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব (RUEC) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক ‘গ’ শ্রেণির বিজ্ঞান ক্লাব হিসেবে সরকারি স্বীকৃতি পেয়েছে। গত ১৯ জুলাই ২০২৫ থেকে শুরু হয়ে এই নিবন্ধন ১৯ জুলাই ২০৩০ পর্যন্ত কার্যকর থাকবে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি শুরু থেকেই  শিক্ষার্থীদের […]

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু; শিক্ষার্থীরা রাবি মেডিকেলের নাম দিল ‘নাপা সেন্টার’

Share the post

Share the post সৈয়দ মাহিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের  এক শিক্ষার্থী মারা গেছেন। চিকিৎসা কেন্দ্রের অবহেলা ও প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ এনে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা রাবি মেডিকেল সেন্টারের নাম পরিবর্তন করে ‘নাপা সেন্টার’ ব্যানার টাঙিয়ে দেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে […]