পৈত্রিক সূত্রে মালিক হওয়ার সত্বেও ২০ (বিশ) শতাংশ জমির মালিকানা নিয়ে দন্দে মামলায় নিঃস্ব রবি রায়ের পরিবার
মোঃ মাইনুল হক ।। বিভাগীয় প্রধান রংপুর : সূত্রে জানা যায়, উক্ত জমির প্রকৃত মালিক কিনা রায় শাহ চার পুত্র কেরকেরু শাহ, খোকা শাহ, জটুয়া শাহ ও চটকু শাহ কে রেখে মৃত্যু বরণ করেন। পরবর্তীতে কিনা রায় শাহ এর এক পুত্রও নিঃসন্তান অবস্থায় মৃত্যু বরণ করায় তার তিন সন্তানেরা পৌত্রিক সূত্রে ৭৫ শতাংশ জমি সমান ২৫ শতাংশ করে ভাগাভাগি করে নেন। যার দাগ নং- ৬৮৭৪ খতিয়ান নং- ৩১৩, জি এল নং- ৮ মৌজা- তাজ নগর।
কিন্তু ররি রায় পিতাঃ মৃত্যু কেরকেরু রায় শাহ পারিবারিক অভাব অনটনের কারণে ৫ শতাংশ জমি বিক্রয় করে এবং অবশিষ্ট ২০ শতাংশ জমিতে টিনসেড ঘর তুলে বসবাস করছেন। বীর মুক্তিযোদ্ধা জদু নাথ রায় ক্ষমতার দাপটে ররি রায়কে বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখান এবং দাবি করেন রবি রায় যে জমিতে টিন সেট ঘর তুলেছেন তা যদু নাথের।
বীর মুক্তিযোদ্ধা যদু নাথ ও তার দুই ছেলে সরকারি চাকুরী জীবি যার মধ্যে এক ছেলে নির্মল রায় পুলিশে চাকুরী করার সুবাদে ররি রায়ের বাসায় পুলিশের সাইরেন বাজিয়ে প্রবেশ করে এবং বিভিন্ন ভাবে হয়রানি সহ প্রাননাশের হুমকি দেখায়। পরবর্তীতে রবি রায় সহ ১৩ জনের বিরুদ্ধে যদু নাথ পিতাঃ মৃত রাজেন্দ্র নাথ রায় মিথ্যা মামলা দায়ের করেন বলে বিষয়টি রবি রায় নিশ্চিত করেন।
যার মামলা নং জি আর নং – ৩৮ তাং ৩১/১০/২০২০ইং। বিষয়টি সম্পর্কে এস আই হাবিব এর কাছে জানতে চাইলে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে বলে তিনি চ্যালেন ২১ টিভি কে নিশ্চিত করেন।