পেশাজীবীদের নিয়ে মতবিনিময় সাবেক এমপি হারুনুর রশীদের

Share the post

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত

চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় এবং তাদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে জাতীয়তাবাদী দল, চাঁপাইনবাবগঞ্জ সদর এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পেশাজীবী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক  প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য  মো. হারুনুর রশীদ।

 

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিল আব্দুল বারেক।

আরও উপস্থিত ছিলেন জেলা ডক্টর অ্যাসোসিয়েশন ড্যাব এর আহ্বায়ক ডা. ময়েজ উদ্দিন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল ওদুদ, সিনিয়র আইনজীবী সোলায়মান বিশু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি  মো. সারোয়ার জাহান।

মতবিনিময় শেষে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন আয়োজক ও আমন্ত্রিত পেশষাজীবী অতিথিরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

হামিম গ্রুপের জিএমকে হত্যার ঘটনায় পলাতক সুজন গ্রেপ্তার

Share the post

Share the postহামিম গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আহসান উল্লাহকে (৪৮) হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক আসামি সুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ নিয়ে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের মোট ৪ আসামিকে গ্রেপ্তার করা হলো। র‌্যাব জানায়, গ্রেপ্তার সুজন মূলত আহসান উল্লাহর গাড়িচালক সাইফুলের সহযোগী নুর নবীর ঘনিষ্ঠ। তাকে সাইফুলও চিনতো। তাদের পরিচিত এহসান নামে আরেকজনসহ চারজন […]

সুনামগঞ্জে যাত্রীবাহী নৌকাডুবি, নারী-শিশুসহ নিহত ৫

Share the post

Share the postসুনামগঞ্জে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে তিন শিশু ও দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। নৌকা ডুবির ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের মদনাকান্দি ও হেরারকান্দির মধ্যবর্তী বৌলাই নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতরা সবাই নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলা থেকে […]