পূর্ব মাদার বাড়িতে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ
চট্টগ্রাম প্রতিনিধিঃ নগরীর পূর্ব মাদারবাড়ি ৩০ নম্বর ওর্য়াডে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর চলমান ফ্রী চিকিৎসা ক্যাম্প ১৭ জুলাই সকাল ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত মাদারবাড়ি সরকারি প্রাথমিক (বালক) বিদ্যালয়ে সম্পন্ন হয়। এতে প্রায় সাড়ে তিনশ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. এ.এইচ জাহিন ও ডা.সানজিদা আলম। এ সময় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
ফ্রী চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন ২৯ নম্বর ওয়ার্ড চসিক কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের ও ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের চসিক কাউন্সিলর পদপ্রার্থী আতাউল্লাহ চৌধুরী। পরিদর্শনকালে অতিথিবৃন্দ বলেন,নগরীর প্রতিটি ওর্য়াডে ওয়ার্ডে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর এই মহৎ উদ্যোগ বেশ প্রসংশনীয়। করোনাকালেও থেমে নেই তার সামাজিক কার্যক্রম।

এ সময় উপস্থিত ছিলেন, সুফিউর রহমান টিপু, মোস্তাকিম আহমেদ, আনিফুর রহমান লিটু, হারুনর রশীদ,মহসিন তুষার,আবদুল্লাহ ফারুক নোবেল, মঞ্জুর হোসেন, ইকবাল হোসেন, মাহবুব আলম জনি, মারুফুল ইসলাম মারুফ, মাঈনদ্দীন মাঈন, কৌশিক রায়, মো. রাশেদ, মো.ফয়সাল, নজরুল ইসলাম টিুপ, সাইফুর রহমান রানা, মো. শামীম উদ্দিন, আজিজুল হাকিম মাহিন, মেহেদী হাসান রিগ্যাল , ফয়সাল অভি, শামীম আহমদ, সাহেদ আলম প্রমুখ।
সাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য দেবাশীষ পাল দেবুর পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় ১২০০ রোগীকে ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।