পূর্বধলায় ফুটবল খেলার সময় চেঁচামেচি করতে নিষেধ করায় মধ্যবয়সীকে পিটিয়ে হত্যার অভিযোগ

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় ফুটবল খেলার সময় চিৎকার-চেঁচামেচি করতে নিষেধ করায় এক মধ্যবয়সী ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কুমারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান ওরফে সুরুজ (৫৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং পেশায় কৃষক ছিলেন। নিহত সিদ্দিকুর রহমানের ভাই সাদিকুর রহমান সবুজ জানান, সিদ্দিকুরের বাড়িতে তাঁর অসুস্থ শ্বশুর বেড়াতে গিয়েছিলেন। বাড়ির পাশে কয়েকজন যুবক ফুটবল খেলছিল। খেলার সময় চিৎকার চেঁচামেচি করছিল। এতে সিদ্দিকুরের বৃদ্ধ শ্বশুরের হার্টের সমস্যা হচ্ছে জানিয়ে সিদ্দিকুর ওই যুবকদের শব্দ কম করার জন্য বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকেরা সিদ্দিকুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে প্রতিবেশী ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার হামিদুর রহমান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়। এখানে নিয়ে আসার পর চেক করে আমরা তাঁকে মৃত পাই। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিদ্দিকুরের লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালানো হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ নেত্রকোনা পৌরবাসী, ছড়াচ্ছে দুর্গন্ধ বাড়ছে রোগজীবাণু

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনা পৌরসভায় বর্জ্য নিষ্কাশনে অব্যবস্থাপনার ফলে যত্রতত্র ময়লা-আবর্জনায় পরিবেশ দূষিত হয়ে পড়েছে। পৌর শহরের ব্যবসায়ী ও বাসাবাড়ির নিত্যদিনের ময়লা-আবর্জনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী মগড়া নদী সহ যেখানে-সেখানে ফেলায় শহরের পরিবশে নোংরা হচ্ছে। এ সব বর্জ্য অপসারণের কোনো ব্যবস্থা না থাকায় ময়লা আর্বজনার গন্ধে অতিষ্ঠ নেত্রকোনা পৌরবাসী। স্থানীয়রা […]

বারহাট্টা হাফিজিয়া দারুন উলুম মুহিউসসুন্নাহ মাদ্রাসার পরিস্থিতি

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনা বারহাট্টা উপজেলায় এক সময়ের জমজমাট মাদ্রাসাটি ২০০০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন, মাওলানা মাকসুদুর রহমান ও হাফেজ তোফাজ্জল হোসেন এ সময়ে মাদ্রাসার অবস্থা নাজুক ছিল। এর পর মাদ্রাসা কমিটি মুহতামিম নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। জরাজীর্ণ এতিমখানা মাদ্রাসার পত্রিকার বিজ্ঞপ্তি দেখে মাওলানা আনোয়ার হোসেন […]