

মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁ নিয়ামতপুর উপজেলার সীমন্তপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আয়েন উদ্দিন আহমেদ।
গেল বুধবার (১অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি ইউনিয়নের সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনকে সফল ও সার্থক করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
আয়েন উদ্দিন বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতির একটি প্রতীক। এ উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের পাশাপাশি আমাদের সবার দায়িত্ব”। এছাড়াও আপনাদের সংখ্যালঘু বলে কোন ঠাসা করে রাখার চেষ্টা করে অনেকে। কিন্তু আপনার এদেশের সংখ্যালঘু নন আমরাও যেমন এদেশের জন্মসূত্রে নাগরিক আপনারাও ঠিক আমাদের মতই এই দেশের জন্মসূত্রে নাগরিক।
তাই আমাকে যদি আপনারা সেবা করার সুযোগ দেন এই ইউনিয়নে হিন্দু মুসলিম বৌদ্ধ কোন ধর্মের ভেদাভেদ থাকবে না। বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।