পিরোজপুরে ২০ লাখ টাকার রেনু পোনা জব্দ : ২১ জনকে জরিমানা
আলী ইমাম অন্তু, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে ২০ লাখ টাকা মূল্যের ১০ লাখ চিংড়ি মাছের রেনুপোনা জব্দ করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার সকালে ডিবি পুলিশ অভিযান চালিয়ে উপজেলার টগড়া ফেরিঘাটা এলাকা থেকে গলদা ও বাগদা চিংড়ির ১০ লাখ রেনুপোনা জব্দ করেন এবং পোনা বহনকারী ২১টি মোটরসাইকেল আটক করা হয় বলে জানান পিরোজপুর জেলা ডিবি পুলিশের এসআই সমিরন হালদার। এ সময় রেনুপোনা বহন করার অপরাধে একজনকে ১ মাসের কারাদন্ড এবং ২১টি জনকে জরিমানা করা হয়।পোনা বহনকারী ২১টি মোটরসাইকেলে তারা ৮৮টি ড্রামে ভরে রেনুপোনাগুলো বরগুনা জেলার পাথরঘাটা থেকে বাগেরহাটে নিয়ে যাচ্ছিল।রেনুপোনা ব্যবসায়ী বরগুনা জেলার পাথরঘাটা এলাকার আলী আজিম খানের ছেলে মোঃ সেলিম খান (৪৮) কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২১টি মোটরসাইকেলকে ৫০০ টাকা করে জরিমানা প্রদান করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার। এ সময় জব্দকৃত রেনুপোনাগুলো কচাঁ নদীতে অবমুক্ত করা হয়।