পিরোজপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

Share the post
আলী ইমাম অন্তু, পিরোজপুর  প্রতিনিধি: স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে নিয়োজিত স্বাস্থ্য সহকারীদের দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখা। মঙ্গলবার (৮ জুলাই) সকালে পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারা শান্তিপূর্ণভাবে তাদের দীর্ঘদিনের দাবি তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সভাপতি শামসুন্নাহার, সাধারণ সম্পাদক মহসিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মল্লিক আল মামুন, রফিকুল ইসলাম, সাগর শিকদার, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, রুবেল হাওলাদার, রনিসহ বিভিন্ন উপজেলা থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকগণ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ ধরে তারা মাঠপর্যায়ে দেশের টিকাদান কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতামূলক কাজ, মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পরও তাদের বেতন কাঠামোতে বৈষম্য রয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্মাতক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
তারা আরও বলেন, সরকারের নিকট বারবার দাবি জানিয়েও সমাধান না পেয়ে তারা বাধ্য হয়ে আন্দোলনের পথে নেমেছেন। বক্তারা সরকারের কাছে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, যদি দ্রুত দাবি পূরণ না হয় তবে তারা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা এই দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, সরকারের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ন্যায্য স্বীকৃতি ও মর্যাদা থেকে তারা এখনো বঞ্চিত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা দেবহাটায় মাছের ঘেরে তরমুজ চাষ, কৃষকের মুখে হাসি

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা দেবহাটা উপজেলায় নোনা পানির মিশ্র মাছের ঘেরের উপরে দূর থেকে দেখলে মনে হবে সবুজ পাতার ছায়ায় ঝুলছে রঙিন ফলের মালা। কাছে গেলে বোঝা যায়, এগুলো অসময়ের তরমুজ। নিচে মিঠে ও লোনা পানির মিশ্র ঘেরে মাছের খেলা। ওপরে মাচায় ঝুলছে সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগারকুইন আর […]

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার […]