পার্কভিউ’র অত্যাধুনিক এমআরআই মেশিন উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন |

চট্টগ্রাম: চট্টগ্রামের সর্ববৃহৎ পার্কভিউ হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার লি: এর জটিল ও কঠিন রোগ নির্ণয়কারী অত্যাধুনিক এম আর আই মেশিনের উদ্বোধন ও আলোচনা সভ গতকাল রাতে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু’র মোহনা বল রুমে অনুষ্ঠিত হয়েছে।
হসপিটালের মেডিসিন কনসালটেন্ট ডা. রেজাউল করিমের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এটি এম রেজাউল করিম।
এসময় এমআরআই মেশিন সম্পর্কে অতিথি ডাক্তারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কলকাতা থেকে আগত ডা. অভিজিৎ মজুমদার।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুর্তুজা ছিদ্দীকি চৌধুরীর সভাপতিত্বে এসময় হসপিটালের ফাইনেন্স ডিরেক্টর ডা. মো. ইউছুফ, ডা.সালাউদ্দিন এম এইস চৌধুরী, জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান সায়েম, ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির, মার্কেটিং হেড জাহিদুল ইসলাম সহ পার্কভিউ হসপিটাল কার্মকর্তা কর্মচারী, ও চট্টগ্রামের বিভিন্ন সরকারী বেসরকারি হসপিটালের ডাক্তারগণ উপস্থিত ছিলেন।