পাবিপ্রবিতে স্কাউটের তিন দিনব্যাপী বার্ষিক দীক্ষা ও ডে ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত

Share the post
পাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের আয়োজনে তিন দিনব্যাপী “বার্ষিক দীক্ষা ও ডে ক্যাম্প-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। ২৩ থেকে ২৫ মে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের রোভার স্কাউট সদস্যরা।
ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল নতুন স্কাউটদের আনুষ্ঠানিক দীক্ষা প্রদান এবং রোভার স্কাউটিংয়ের নৈতিকতা, শৃঙ্খলা ও দক্ষতা অর্জনে তাদের প্রশিক্ষণ দেওয়া।
ক্যাম্পের শেষ দিন ২৫ মে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ক্যাম্প ফায়ার ও সমাপনী অনুষ্ঠান। অংশগ্রহণকারীদের জন্য এটি ছিল আনন্দ, উদ্দীপনা ও সৌহার্দ্যের এক অনন্য সন্ধ্যা। আগুনের চারপাশে জড়ো হয়ে রোভাররা পরিবেশন করেন নৃত্য, গান, নাটিকা ও স্কাউট চেতনার আলোকে নানা উপস্থাপনা।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের ট্রেইনিং লিডার অধ্যক্ষ মোছা. নিলুফা ইয়াসমিন, অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং লিডার মো. ফজলে রাব্বি, পাবনা জেলা স্কাউটের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তরপ্রধান এবং স্কাউট আন্দোলনের অভিভাবকরা।
অনুষ্ঠানের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কাউট শাখার সম্মানিত সম্পাদক ড. জিন্নাত রেহানা।
রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভাররা বলেন, “স্কাউটিং শুধু শৃঙ্খলা শেখায় না, এটি নেতৃত্ব, মানবিকতা এবং সমাজসেবার বোধও জাগ্রত করে। ক্যাম্প ফায়ার শুধুই বিনোদন নয়, এটি স্কাউটদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করার এক মাধ্যম।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক নবীন রোভার বলেন, “দীক্ষা গ্রহণের পর এটাই ছিল আমাদের প্রথম বড় অভিজ্ঞতা। এটি শুধু একটি ক্যাম্প নয়, জীবনের স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে।”
আতিথেয়তা, দীক্ষা প্রদান, নতুন দায়িত্ব হস্তান্তর এবং পাঁচটি দলের ভিন্ন ভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে ক্যাম্প ফায়ার ও সমাপনী অনুষ্ঠানের পর্দা নামে।
উল্লেখ্য, পাবিপ্রবির রোভার স্কাউট গ্রুপ প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের দীক্ষা ও ক্যাম্প আয়োজন করে থাকে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিক ও নেতৃত্বমূলক বিকাশে এবং সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

পাবিপ্রবি দিবস উপলক্ষে শিক্ষার্থীদের চোখে তাদের ৩০ একর নিয়ে গর্ব, ভালোবাসা ও প্রত্যাশার প্রতিচিত্র

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:৫ জুন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) দিবস। ২০০৮ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দীর্ঘ পথচলায় পাবিপ্রবি এখন দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দিবসটি ঘিরে শিক্ষার্থীদের অনুভূতি, ভালোবাসা ও ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে খোলামেলা মতামত উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়টি দেশের ২৯তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৭ম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় […]

পাবিপ্রবির অবিরুদ্ধ নাট্যদলের নেতৃত্বে রাশেদ ও অর্পা 

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি : নাটক মানেই প্রতিবাদ, নাটক মানেই সমাজের অসংগতি তুলে ধরা, আর এই দায়বদ্ধতা থেকেই দীর্ঘদিন ধরে পথচলা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নাট্যসংগঠন ‘অবিরুদ্ধ নাট্যদল’-এর। সেই পথচলায় এবার যুক্ত হলো নতুন নেতৃত্ব। শুক্রবার (৩০ মে) সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৪ সালের নতুন কমিটির অনুমোদন […]