পাবিপ্রবিতে জোনাকির উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ
পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন জোনাকি রমজান মাস উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে।
১৮ মার্চ রোজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাস গেটে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা প্রায় একশো জন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর সহ বিরিয়ানির প্যাকেট।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার নিলয় বলেন, “শুধু ইফতার বিতরণ নয়, আমরা বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আগামীতেও আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।”
ইফতার গ্রহণকারী এক ব্যক্তি বলেন, “এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা অনেকেই ঠিকমতো ইফতার জোগাড় করতে পারি না, এই সহযোগিতায় আমরা উপকৃত হয়েছি।”
উল্লেখ্য, জোনাকি দীর্ঘদিন ধরে পাবিপ্রবিতে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, রক্তদান কর্মসূচি ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করে থাকে।