পশ্চিম গুজরায় স্বপন দে’র বাড়িতে ২১তম বাসন্তী উৎসব উদযাপন

Share the post
মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):  রাউজান উপজেলার পশ্চিম গুজরায় স্বর্গীয় স্বপন দে’র বাড়িতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ২১তম বাসন্তী উৎসব ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান। চার দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন ৩ এপ্রিল থেকে শুরু হয়ে ৬ এপ্রিল পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়।
প্রথম দিন, ৩ এপ্রিল অনুষ্ঠিত হয় মহাষষ্ঠী পূজা, মায়ের বরণ ও ধুনুচি নৃত্য প্রতিযোগিতা।
৪ এপ্রিল মহাসপ্তমী পূজার পাশাপাশি অনুষ্ঠিত হয় জাগরণ ও পুঁথি পাঠ, যা পরিবেশন করেন জুয়েল দাশ। ধর্মীয় পাল্টা কীর্তনে অংশ নেন বিকাশ দত্ত ও নিরঞ্জন সরকার।
৫ এপ্রিল মহাঅষ্টমী পূজার দিন ছিল গীতা পাঠ, ধর্মীয় সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা। রাতে ক্ষুদে শিল্পীগোষ্ঠী ‘শ্রীজাতা বিশ্বাস (বন্যা)’ পরিবেশন করে বিশেষ থিমভিত্তিক অনুষ্ঠান “ভুবনে ভবানী”।
৬ এপ্রিল মহানবমীতে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ পরিবেশন করেন বিকাশ দত্ত ও তার দল। এদিন অনুষ্ঠিত হয় নৃত্য প্রতিযোগিতাও। রাতের মূল আকর্ষণ ছিল পার্থ দেওয়ানজীর নির্দেশনায় নাটক “ত্রিরূপে মাহামায়া”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি রনধীর দে। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন চন্দন বিশ্বাস, নেপাল কর, সুধীর মহুুরী ও গৌরাঙ্গ প্রসাদ দে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শংকর কান্তি দাশ।
এছাড়া উপস্থিত ছিলেন রুরেল দে, রাসেল দে, বিটু দে, জনি দে, রনি দে, রবিন দে, রুপু দে, অপু দে সহ উৎসব কমিটির অন্যান্য সদস্যরা।
প্রতি বছরের মতো এবারও এ উৎসবে অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজারো ভক্ত-নরনারী সমবেত হন, যা রাউজানের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]