পথশিশু ও গৃহহীনদের নিয়ে জবি হিউম্যান রাইটস সোসাইটির ইফতার 

Share the post
মোঃ হৃদয়, জবি প্রতিবেদক:পথশিশু ও গৃহহীন মানুষদের নিয়ে ইফতার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি।
শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভাষ্কর্য চত্বরে প্রায় অর্ধশতাধিক পথশিশু ও গৃহহীন মানুষের সঙ্গে ইফতার করেন সংগঠনের সদস্যরা। এ আয়োজনে ভিক্টোরিয়া পার্ক ও সদরঘাট এলাকা থেকে পথশিশু ও গৃহহীনদের ক্যাম্পাসে আনা হয়।
হিউম্যান রাইটস সোসাইটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, ‘এটি শুধু একটি ইফতার আয়োজন নয়, বরং সমাজের অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি আমাদের দায়িত্ববোধের প্রতিফলন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন এ ধরনের মানবিক কার্যক্রমে অংশ নেয়, তখন তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উদ্যোগ পথশিশু ও গৃহহীনদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে। এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের মাধ্যমে সমাজে মানবাধিকার চর্চার সংস্কৃতি আরও বিস্তৃত হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও বিশ্ববিদ্যালয়গুলোকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত, যাতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত থাকে।’
সংগঠনের সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, ‘খাদ্য মানুষের মৌলিক মানবাধিকার। আজ যখন ফিলিস্তিনে হাজারো পথশিশু অনাহারে দিন কাটাচ্ছে, আমরা হয়তো চাইলেও তাদের কাছে সরাসরি খাবার পৌঁছে দিতে পারি না। তবে আমরা আমাদের আশেপাশে থাকা ক্ষুধার্ত শিশু ও গৃহহীন মানুষদের জন্য কিছু করতে পারি। তাদের খাদ্যের নিশ্চয়তা দেওয়া, মৌলিক মানবাধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমাদের উচিত নিজেদের পরিবেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা।’
 জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি নিয়মিত সামাজিক ও মানবাধিকারমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

পারবেজ হত্যার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Share the post

Share the post মোঃ হৃদয়, জবি প্রতিনিধি : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে এবং খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব […]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচন ও দুর্নীতির প্রতিবেদন প্রকাশে আল্টিমেটাম

Share the post

Share the postমোঃ হৃদয়, জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ, নীতিমালা ও গত ১৫ বছরের নিয়োগ প্রক্রিয়ার তদন্ত প্রতিবেদন প্রকাশসহ একাধিক দাবিতে তিন কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছে ‘জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’। একইসঙ্গে ৯০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক দুর্নীতি ও অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানিয়েছে সংগঠন দুটি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের […]