পটুয়াখালীর ২২ গ্রামে আগাম ঈদ উদযাপন, উৎসবে মাতোয়ারা গ্রামবাসী

Share the post

প্রতিবেদনঃ- মোঃ সামিরুজ্জামান, : সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২২ গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ রবিবার ঈদুল ফিতর উদযাপন করেছে। সকাল থেকেই এসব গ্রামে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। নতুন পোশাক পরা শিশুদের আনন্দ, বাড়ির আঙিনায় নারীদের ব্যস্ততা, ঈদগাহমুখী মানুষের ঢল—সব মিলিয়ে ঈদের আমেজ ছড়িয়ে পড়ে চারদিকে।

সকালে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফেও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। একই সময়ে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল পৌনে নয়টায় অনুষ্ঠিত এই জামাতে হাজারো মুসল্লি অংশ নেন।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদ উদযাপনের এই বিশেষ ঐতিহ্য পটুয়াখালীর গ্রামগুলোতে চলে আসছে প্রায় একশ বছর ধরে। চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত এই মুসল্লিরা সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ পালন করেন। তাই তারা বরাবরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদ উদযাপন করলেন।

ঈদের দিন সকাল থেকেই এসব গ্রামে আনন্দের জোয়ার বইছিল। পুরুষেরা ঈদগাহমুখী হলে, ঘরের ভেতর ব্যস্ত হয়ে পড়েন নারীরা। রান্নার খোঁজখবর নেওয়া, অতিথিদের আপ্যায়নের প্রস্তুতি নেওয়া—সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নামাজ শেষে বাড়িতে ফিরেই শুরু হয় মিষ্টিমুখ। কোথাও সেমাই-পায়েস, কোথাও আবার বিরিয়ানি—ঈদ উপলক্ষে তৈরি করা নানা রকম খাবারে মুখর হয়ে ওঠে প্রতিটি পরিবার।

শিশুদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নতুন পোশাকে সেজেগুজে তারা ছোটাছুটি করছিল, আনন্দ ভাগাভাগি করছিল বন্ধুবান্ধবদের সঙ্গে। ঈদ মানেই তাদের জন্য বাড়তি আনন্দ, নতুন জামা-কাপড়, মজাদার খাবার আর উপহারের হাতছানি।

এবারের ঈদকে ঘিরে স্থানীয়দের মধ্যে বাড়তি আনন্দ ছিল। কেউ আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন, কেউ আবার প্রতিবেশীদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছিলেন। বহুদিন পর ঈদের দিনে দেখা হওয়া অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।

পটুয়াখালীর গ্রামগুলোতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপনের এই রীতি বছরের পর বছর ধরে চলে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু ধর্মীয় উৎসবই নয়, বরং পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করার এক উপলক্ষ হিসেবেও দাঁড়িয়েছে। বাড়ির উঠোনে বড়দের গল্প, ছোটদের কোলাহল, সবার মিলিত হাসিমুখ—সব মিলিয়ে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে প্রতিটি ঘরে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাঙ্গাবালীতে ছাত্রশিবিরের নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Share the post

Share the postমোঃ আশরাফুল ইসলাম,রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি:চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ইসলামি ছাত্রশিবিরের তোলারাম কলেজ শাখার সেক্রেটারী মো. সাইফুল্লাহ মানসুর সামিরের ওপর পটুয়াখালীর রাঙ্গাবালীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলা সদরের বাহেরচর চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। […]

বেগম জিয়ার জন্য নিয়ে আসা ‘কালা মানিক’ গরুটি গ্রহণ করেন নি

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি :বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে উপহার হিসেবে নিয়ে আসা আলোচিত ‘কালা মানিক’ গরুটি গ্রহণ করেননি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গণমাধ্যমকে তিনি জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের […]