পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়নাকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত
মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়নাকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে ও অপরাধীদের দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে বিশ্বরোড ছাত্র ঐক্য, সদর, ব্রাহ্মণবাড়িয়া ও সর্বস্তরের জনতা এবং সরাইল সরকারি কলেজ সাধারণ শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়।
প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টিজনিত কারনে নির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হলেও বিভিন্ন স্তরের শত ছাত্র-জনতা স্বত:স্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহন করে ময়না হত্যার দ্রুত বিচার দাবি করেন তাঁরা।