পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

Share the post

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ “অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. আল আমিন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা আইসিটি অফিসার নবীউল কারিম সরকার, উপজেলা ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) উত্তম কুমার মন্ডল ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহজাহান আলী প্রমূখ।
সভায় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ হতে আগত সংরক্ষিত আসনের নারী সদস্য, নারী উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ, এনজিও সদস্য, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য, নারী উদ্যোক্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, এর আগে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালির আয়োজন করা হলে এবার তা পালন করা হয়নি। তবে অন্যান্য জেলা ও উপজেলায় র‌্যালিসহ দিবসটি পালন করতে দেখা গেছে। এ বিষয়ে জানতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহজাহানের সঙ্গে কথা হলে তিনি বলেন, শুধু আলোচনা সভার কথা বলা হয়েছে।
এদিকে মহিলা বিষয়ক অধিদপ্তরের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সংক্রান্ত নির্দেশনা থেকে জানা যায়, উল্লেখিত প্রতিপাদ্যটি বহুল প্রচারের জন্য ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়েছে। অনেকেই বলছেন প্রতিপাদ্য প্রচারের মাধ্যম কি শুধুই আলোচনা সভা?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ। চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা।

Share the post

Share the postমোঃ রুবেল: ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ।স্বেচ্ছায় রক্তদান নিয়ে কাজ করছে সামাজিক সংগঠন’ ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের ৬৪ টি জেলায় ও ৮ বিভাগের চলোমান কর্যক্রম। চট্টগ্রাম বিভাগীয় কমিটি নিয়ে নতুন পথ চলার দায়িত্ব তুলে দেওয়া হল। একের কাঁদে অন্য হাত,মানবতার বাঁধন টিকে থাক,এই স্লোগানকে বুকে লালন করে একদণ তরুণ স্বেচ্ছাসেবক মানবতার […]

চন্দনাইশে মানবতার ফেরিওয়ালার পক্ষ থেকে এক নারীকে সেলাই মেশিন উপহার

Share the post

Share the postমোঃ রুবেল খান, চট্টগ্রাম:চন্দনাইশের মধ্যম হাশিমপুর ৪নং ওয়ার্ডের মোজাহের পাড়ার বাসিন্দা মুন্নি নামে এক নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছে মানবতার ফেরিওয়ালা স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্বাবলম্বী করতে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।