পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

Share the post

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ “অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. আল আমিন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা আইসিটি অফিসার নবীউল কারিম সরকার, উপজেলা ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) উত্তম কুমার মন্ডল ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহজাহান আলী প্রমূখ।
সভায় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ হতে আগত সংরক্ষিত আসনের নারী সদস্য, নারী উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ, এনজিও সদস্য, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য, নারী উদ্যোক্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, এর আগে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালির আয়োজন করা হলে এবার তা পালন করা হয়নি। তবে অন্যান্য জেলা ও উপজেলায় র‌্যালিসহ দিবসটি পালন করতে দেখা গেছে। এ বিষয়ে জানতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহজাহানের সঙ্গে কথা হলে তিনি বলেন, শুধু আলোচনা সভার কথা বলা হয়েছে।
এদিকে মহিলা বিষয়ক অধিদপ্তরের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সংক্রান্ত নির্দেশনা থেকে জানা যায়, উল্লেখিত প্রতিপাদ্যটি বহুল প্রচারের জন্য ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়েছে। অনেকেই বলছেন প্রতিপাদ্য প্রচারের মাধ্যম কি শুধুই আলোচনা সভা?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন ও সমাবেশ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘মাদক বিক্রি করে যারা – সমাজ থেকে তাদের তারা’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সেচ্ছাসেবক দল কুল্লাগড়া ইউনিয়নের আয়োজনে ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের দিক নির্দেশনায়, মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে পৌরশহরের শিবগঞ্জ বাজার এলাকায় সর্বস্তরের অংশগ্রহনে মাদক […]

দুর্গাপুরে কমরেড মোহাম্মদ ফরহাদ স্মরণসভা অনুষ্ঠিত

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও জননেতা কমরেড মোহাম্মদ ফরহাদ এর ৩৮তম বার্ষিকী উদযাপন উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে সর্বস্তরের অংশগ্রহনের এ কর্মসুচী পালিত হয়। এ উপলক্ষে […]