নেত্রকোনায় হত্যা মামলার এজাহারনামীয় পাঁচ আসামি গ্রেপ্তার

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধান মাড়া্ই করার খলাকে কেন্দ্র করে হাবিব মিয়া হত্যার মামলার পাঁচ জন এজাহারনামীয় ও একজন সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃত এজাহানামীয় পাঁচ আসামি হলেন- মৃত জয়নুলের ছেলে তারাব নুর (৩৫), ইজ্জত আলীর ছেলে আজিদ নুর (৫৫), আজিদ নুরের ছেলে সোহেল (২০), তারাব নুরের স্ত্রী ফারজানা (২৮) ও মৃত জয়নুরের ছেলে শামীম (২৮)। এছাড়া হত্যা মামলায় সন্দিদ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয় আজিদ নুরের ছেলে রাহেলকে (২০)।
গ্রেফতারকৃতরা সকলেই খালিয়াজুরী উপজেলার বল্লী (নতুনপাড়া) এলাকার বাসিন্দা। বুধবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১৪ (সিপিসি-২) এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার। এরআগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে নেত্রকোনা পৌরশহরের মোক্তারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ হত্যা মামলার এজাহারনামীয় পাঁচজন ও একজন সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।
র‌্যাব জানায়, ভুক্তভোগী হাবিব মিয়ার সাথে মামলার বিবাদীদের সাথে ধান মাড়াই করার খলা নিয়ে বিরোধ চলে আসতেছিল। গত ৩ এপ্রিল বিকেল আনুমানিক ৪টার দিকে বিবাদীগণ বাদীর ধান মাড়াই করার খলা চাছতে (পরিচর্যা) শুরু করলে ভুক্তভোগী বাধা নিষেধ করেন। এতে আসামিরা ভুক্তভোগীকে এলাপাথারী মারপিঠ করে গুরুতর রক্তাক্ত জখম করেন।
পরবর্তীতে ভুক্তভোগী হাবিব মিয়াকে আহত অবস্থা খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন রাত আনুমানিক ১০টার দিকে হাবিব মিয়াকে মৃত ঘোষনা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। এরপর গত ৪ এপ্রিল ভুক্তভোগীর স্ত্রী মালা বেগম (৪০) বাদী হয়ে খালিয়াজুরী থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে র‌্যাবের কিশোরগঞ্জ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং জাড়িদের আইনের আওয়তায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাজে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

“পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী, আয়েন উদ্দিন”

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁ নিয়ামতপুর উপজেলার সীমন্তপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আয়েন উদ্দিন আহমেদ। গেল বুধবার (১অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি ইউনিয়নের সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনকে সফল ও সার্থক […]

দুর্গাপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ঘোষণা

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) অন্তর্ভুক্তি, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে আবারও কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ হেলথ […]