

সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোণায় রবিবার সকাল ১০টায় জেলা পাবলিক হলরুমে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা-এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর ) সকাল থেকে এই গণ শুনানী শুরু করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনার (তদন্ত) মিঞা মোহাম্মদ আলি আকবর আজিজী।
এতে সভাপতি ও সঞ্চালক হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
প্রথমবারের মতো নেত্রকোনায় অনুষ্ঠতব্য জেলার মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন ও যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা যায়, দুদকের এই উদ্যোগের উদ্দেশ্য হলো, সমাজে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানো। সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই এই গণশুনানির আয়োজন ছিল।
এদিকে দুদকের পক্ষ থেকে সকল নাগরিককে ভয় না পেয়ে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলা হয়েছে, “ভয় নয়, প্রতিবাদ করুন। সঠিক তথ্য দিন- দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন।