নেত্রকোনায় প্রতি বর্ষায় পানিতে ডুবে যায় বিদ্যালয়, পাঠদানে শিক্ষার্থীদের ব্যাঘাত

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: বিদ্যালয়টি স্থাপিত হয়েছে ১১ বছর আগে। প্রায় একশত শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক কর্মরত আছেন বিদ্যালয়ে। বর্ষা মৌসুমে সামান্য পানিতে প্রতি বছরেই ডুবে যায় বিদ্যালয় ভবন। তাই বাধ্য হয়ে বছরে মাস তিন এক পাঠদান বন্ধ রাখতে হয় বিদ্যালয়টিতে। এমন অবস্থা নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ধানকুনিয়া আবুল হাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এদিকে, বিদ্যালয়ের এমন অবস্থা থাকলেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আবারও নিচু স্থানেই প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের পাশেই একটি ওয়াশবক্ল নির্মাণ করছে। স্থানীয়দের অভিযোগ, যেখানে বিদ্যালয়ের ভবনটি ৩ থেকে ৪ মাস পানির নিচে থাকে সেখানে নতুন স্থাপনা করে অযথা সরকারি অর্থ নষ্ট করা হচ্ছে। এ বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন সংশ্লিষ্ট দপ্তরে বার বার যোগাযোগ করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। এতে করে ওই এলাকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নাজেহাল হয়ে পড়েছে। শিক্ষক-শিক্ষার্থী থাকলেও হয় না পাঠদান। এতে ওই এলাকার কোমলমতি শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ফতেপুর ইউনিয়নের ধানকুনিয়া গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ২০১৩ ও ২০১৪ অর্থ বছরে সেখানে একটি ভবন নির্মাণ করা হয়। ভবনটি নির্মাণ করে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রত্যন্ত অঞ্চলে সুন্দর একটি ভবন নির্মাণ হওয়ার শিশুদের শিক্ষার হার বাড়বে বলে আশায় বুক বাঁধে ওই এলাকার লোকজন। কিন্তু অপরিকল্পিতভাবে বিদ্যালয়ের ভবনটি নির্মাণ করা হয়। গ্রামের সামনে একটি নিচু জমিতে ভবন নির্মাণ করায় বর্ষাকাল আসলেই ভবনটি পানিতে তলিয়ে যায়। এতে করে বছরে দুই থেকে তিন মাস বিদ্যালয়টি বন্ধ রাখতে হয়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, ধানকুনিয়া গ্রাম থেকে প্রায় ১২ থেকে ১৫ ফুট নিচু জায়গায় বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়েছে। স্বাভাবিক বর্ষার পানিতে  বিদ্যালয়ের ছাঁদে পানি ছুঁই ছুঁই অবস্থা। এর পাশে আবার ১০ লাখ টাকা ব্যয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি ওয়াসবক্ল (বাথরুম) নির্মাণ করছে।
স্থানীয় বাসিন্দা আবুল হাসেম ও শিক্ষার্থী অভিভাবক মো. ফরিদ মিয়া বলেন, যখন বিদ্যালয়ের ভবন নিচু জায়গায় নির্মাণ করা হয় তখন আমরা সকলেই প্রতিবাদ জানিয়েছি। কিন্তু স্থানীয় লোকজনের মতামত না নিয়ে সেখানে ভবন করা হয়েছে। এখন প্রতিবছর বর্ষাকালে পানিতে তলিয়ে যায় বিদ্যালয়টি। তাই বছরে ২/৩ মাস বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যায় না। অপরিকল্পিতভাবে ভবনটি নির্মাণ করায় এলাকার শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এখন নিচু স্থানেই আরেকটি বাথরুম নির্মাণ করে সরকারি টাকা নষ্ট করতেছে। এ বিষয়ে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ লিজন বলেন, সামান্য পানি হলেই বিদ্যালয়টি ডুবে যায়। দুই মাস বিদ্যালয় বন্ধ রাখতে হয়েছে। ভবটি উঁচু না করলে ওই এলাকার প্রাথমিক শিক্ষার মান কখনো উন্নত করা যাবে না। উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল বলেন, দীর্ঘদিন আগে ধানকুনিয়া  বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়েছে। নিচু জায়গায় নির্মাণ হওয়ায় ভবনটি পানিতে ডুবে যায়। যখন নির্মাণ হয়েছিল তখন সেটার ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জানান, আমি নতুন যোগদান করেছি। ধানকুনিয়া বিদ্যালয় ভবনটি পানিতে ডুবে যায় শুনেছি। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নেত্রকোনায় গুলিতে একমাত্র উপার্জনক্ষম সন্তান হারিয়ে অকুল পাথারে রাসেলের পরিবার

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোনা : গুলিতে নিহত রাসেল মিয়া। গাজীপুরের মাওনায় মোরগের গাড়িতে হেলপারের কাজ করতেন রাসেল মিয়া (১৯)। বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণের জন্য কিশোর বয়স থেকেই এ কাজে যোগ দিয়েছিলেন। গত ৫ আগস্ট বিকেলে মাওনা চৌরাস্তা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের পোশাক পরা ভারতীয়দের আটক করে জনতা। এমন খবর ছড়িয়ে পড়লে ভগ্নীপতির […]

নেত্রকোনায় বিদ্যালয়ের কাজ না করেই বরাদ্দের টাকা ৫০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোণা : নেত্রকোণার বারহাট্টা উপজেলার বরইতলা এন আই খান উচ্চ বিদ্যালয়ের কোনো অস্তিত্ব না থাকলেও বরাদ্দ দেওয়া হয়েছে ৫০ লাখ টাকা। ২০২৩-২০২৪ অর্থবছরে প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ৩০ জুন শেষ হলেও প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি।২০২৩-২০২৪ অর্থবছরে উন্নয়ন সংশোধিত বাজেটে ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতের আওতায় ইউনিয়নের অনগ্রসরতা, প্রাকৃতিক দুর্যোগ এবং […]