সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের দুদিন পর ইয়ানুর মিয়া (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে বড়খাপন গ্রামের নিজ বাড়ির সামনে পরিত্যক্ত পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ইয়ানুর উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামের আবুল হাশেমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বড়খাপন গ্রামের হতদরিদ্র আবুল হাশেমের ছেলে ইয়ানুর তার বাবার সাথে মাছ ধরাসহ অন্যের জমিতে কৃষি কাজ করতো। বুধবার সন্ধ্যার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। ইয়ানুর মৃগী রোগে আক্রান্ত ছিল। বাড়িতে না আসায় তার সৎ মা চিন্তিত হয়ে পড়েন এবং হাশেমকে জানান। পরে রাতেই তারা বিভিন্ন জায়গা আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নেন। কোথাও কোনো খোঁজ খবর পাননি। শুক্রবার সকালে স্থানীয় লোকজন বাড়ি থেকে ৪-৫শ গজ দূরে একটি পরিত্যক্ত পুকুরে পানিতে তার মরদেহ ভাসমান অবস্থা দেখতে পায়। খবর পেয়ে আবুল হাশেম স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশ উদ্ধার করেন। পরে পুলিশের খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বড়খাপনের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মাইন উদ্দিন বিশ্বাস বলেন, ইয়ানুরকে বুধবার সন্ধ্যার পর থেকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে আজ সকালে এলাকাবাসী একটি পুকুরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে ও আমাকে খবর দেয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফিরোজ জানান, কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন তথ্য নিশ্চিত করে স্বজনদের বরাত দিয়ে জানান, কিশোর মৃগী রোগী ছিলো বলে পরিবারের দাবী। থানায় ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।