নেত্রকোনায় পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের দুদিন পর ইয়ানুর মিয়া (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে বড়খাপন গ্রামের নিজ বাড়ির সামনে পরিত্যক্ত পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ইয়ানুর উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামের আবুল হাশেমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বড়খাপন গ্রামের হতদরিদ্র আবুল হাশেমের ছেলে ইয়ানুর তার বাবার সাথে মাছ ধরাসহ অন্যের জমিতে কৃষি কাজ করতো। বুধবার সন্ধ্যার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। ইয়ানুর মৃগী রোগে আক্রান্ত ছিল। বাড়িতে না আসায় তার সৎ মা চিন্তিত হয়ে পড়েন এবং হাশেমকে জানান। পরে রাতেই তারা বিভিন্ন জায়গা আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নেন। কোথাও কোনো খোঁজ খবর পাননি। শুক্রবার সকালে স্থানীয় লোকজন বাড়ি থেকে ৪-৫শ গজ দূরে একটি পরিত্যক্ত পুকুরে পানিতে তার মরদেহ ভাসমান অবস্থা দেখতে পায়। খবর পেয়ে আবুল হাশেম স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশ উদ্ধার করেন। পরে পুলিশের খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বড়খাপনের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মাইন উদ্দিন বিশ্বাস বলেন, ইয়ানুরকে বুধবার সন্ধ্যার পর থেকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে আজ সকালে এলাকাবাসী একটি পুকুরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে ও আমাকে খবর দেয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফিরোজ জানান, কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন তথ্য নিশ্চিত করে স্বজনদের বরাত দিয়ে জানান, কিশোর মৃগী রোগী ছিলো বলে পরিবারের দাবী। থানায় ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ নেত্রকোনা পৌরবাসী, ছড়াচ্ছে দুর্গন্ধ বাড়ছে রোগজীবাণু

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনা পৌরসভায় বর্জ্য নিষ্কাশনে অব্যবস্থাপনার ফলে যত্রতত্র ময়লা-আবর্জনায় পরিবেশ দূষিত হয়ে পড়েছে। পৌর শহরের ব্যবসায়ী ও বাসাবাড়ির নিত্যদিনের ময়লা-আবর্জনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী মগড়া নদী সহ যেখানে-সেখানে ফেলায় শহরের পরিবশে নোংরা হচ্ছে। এ সব বর্জ্য অপসারণের কোনো ব্যবস্থা না থাকায় ময়লা আর্বজনার গন্ধে অতিষ্ঠ নেত্রকোনা পৌরবাসী। স্থানীয়রা […]

বারহাট্টা হাফিজিয়া দারুন উলুম মুহিউসসুন্নাহ মাদ্রাসার পরিস্থিতি

Share the post

Share the postসোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনা বারহাট্টা উপজেলায় এক সময়ের জমজমাট মাদ্রাসাটি ২০০০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন, মাওলানা মাকসুদুর রহমান ও হাফেজ তোফাজ্জল হোসেন এ সময়ে মাদ্রাসার অবস্থা নাজুক ছিল। এর পর মাদ্রাসা কমিটি মুহতামিম নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। জরাজীর্ণ এতিমখানা মাদ্রাসার পত্রিকার বিজ্ঞপ্তি দেখে মাওলানা আনোয়ার হোসেন […]