নেত্রকোণায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

Share the post
সোহেল খান দুর্জয় নেত্রকোণা : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে  কুপিয়ে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে সারা দেশের ন্যায় নেত্রকোণা জেলার সাংবাদিক সমাজের পক্ষে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার প্রথম আলোর সাংবাদিক পল্লব চক্রবর্তী ,এনটিভির ভজন দাস, একুশে টিভির মনোরঞ্জন সরকার ,দৈনিক আমাদের সময় আজহারুল ইসলাম বিপ্লব, চ্যানেল টোয়েন্টি ওয়ান এর জেলা প্রতিনিধি সোহেল খান দুর্জয়, প্রতিদিনের কাগজ এর জেলা প্রতিনিধি শ্যামলসহ আরও  ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিকরা দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর প্রতিনিধির নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া সত্ত্বেও সাংবাদিকদের কোনো নিরাপত্তা রাষ্ট্র বা প্রশাসন দিতে পারছে না ।এতে এ পেশায় টিকে থাকায় কঠিন হয়ে যাচ্ছে । প্রতিটি জায়গায় সাংবাদিকরা হামলা-মামলার, হুমকি, নির্যাতন, হত্যার শিকার হচ্ছে। গাজীপুরের ঘটনায় প্রমাণ করে যে সাংবাদিকদের মুখ বন্ধ করার পায়তারা করছে  কিছু মহল। সাংবাদিকদের হাতে কোন অস্ত্র থাকে না তাই সাংবাদিকদের মূল অস্ত্রই হলো কলম। তাই সাংবাদিকদের নিরাপত্তার দেওয়ার জন্য রাষ্ট্রকেই ব্যবস্থা নিতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপুরে একক আবৃত্তি সন্ধ্যা

Share the post

Share the postতোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: পাঠে পাঠে আত্মজাগরণ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে নজরুল অধ্যয়ন কেন্দ্র ও জলসিঁড়ি পাঠাগারের যৌথ আয়োজনে একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় প্রত্যন্ত অঞ্চল গাভীনা গ্রামে কাজী নজরুল মিলনায়তনে এ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।পাঠকেন্দ্রের সভাপতি এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে, পাঠকেন্দ্রের সাধারণ সম্পাদক দীপক সরকারের সঞ্চালনায় […]

দুর্গাপুরে নবমী তিথির একমাত্র কুমারী পূজা অনুষ্ঠিত

Share the post

Share the postতোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারো বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এবং আনন্দঘন পরিবেশে নেত্রকোনার দুর্গাপুরে নবমী তিথিতে দেশের একমাত্র কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় পৌর শহরের কুল্লাগড়া রামকৃষ্ণ মিশন আশ্রমে এ পূজা অনুষ্ঠিত হয়। এ পূজা উপলক্ষে কুল্লাগড়া রামকৃষ্ণ মিশনে ভক্ত, পূজারি ও দর্শনার্থীদের ভীড় […]