

সোহেল খান দুর্জয় নেত্রকোণা : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে সারা দেশের ন্যায় নেত্রকোণা জেলার সাংবাদিক সমাজের পক্ষে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার প্রথম আলোর সাংবাদিক পল্লব চক্রবর্তী ,এনটিভির ভজন দাস, একুশে টিভির মনোরঞ্জন সরকার ,দৈনিক আমাদের সময় আজহারুল ইসলাম বিপ্লব, চ্যানেল টোয়েন্টি ওয়ান এর জেলা প্রতিনিধি সোহেল খান দুর্জয়, প্রতিদিনের কাগজ এর জেলা প্রতিনিধি শ্যামলসহ আরও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিকরা দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর প্রতিনিধির নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া সত্ত্বেও সাংবাদিকদের কোনো নিরাপত্তা রাষ্ট্র বা প্রশাসন দিতে পারছে না ।এতে এ পেশায় টিকে থাকায় কঠিন হয়ে যাচ্ছে । প্রতিটি জায়গায় সাংবাদিকরা হামলা-মামলার, হুমকি, নির্যাতন, হত্যার শিকার হচ্ছে। গাজীপুরের ঘটনায় প্রমাণ করে যে সাংবাদিকদের মুখ বন্ধ করার পায়তারা করছে কিছু মহল। সাংবাদিকদের হাতে কোন অস্ত্র থাকে না তাই সাংবাদিকদের মূল অস্ত্রই হলো কলম। তাই সাংবাদিকদের নিরাপত্তার দেওয়ার জন্য রাষ্ট্রকেই ব্যবস্থা নিতে হবে।