

সোহেল খান দূর্জয় নেত্রকোনা : বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) বিকেলে সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে উকিল পাড়াস্থ এলাকায় প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ভবনে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ওয়ালী উল্লাহ এবং প্রবন্ধ উপস্থাপন করেন কবি শোকরান খান। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার সভাপতি কনক পণ্ডিত। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আজমিরি ইসলাম।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন কবি বিনয় দেবনাথ, প্রাবন্ধিক অধ্যাপক ননী গোপাল সরকার,বীর মুক্তিযোদ্ধা ও লেখক হায়দার জাহান চৌধুরী,অধ্যাপক পূরবী সম্মানিত, নেত্রকোনা জেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম,সূফী কবি এনামূল হক পলাশ,কবি সাজ্জাদ হোসেন,মনির হোসেন বরুণ,কবি বদিরুজ্জামান, অচিন্ত্য গোস্বামী,মেরিট পণ্ডিত প্রান্ত প্রমুখ।
আলোচনার শুরুতে সদ্য প্রয়াত অধ্যাপক যতীন সরকারের স্মরণে উপস্থিত সকলে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ও সংস্কৃতি মঞ্চের শিল্পী ও কলাকুশলীরা অংশগ্রহণ করেন। এসময় নৃত্য,গান,কবিতা আবৃত্তি ও কৌতুক পরিবেশন করা হয়।