নীলফামারী জেলার ডিমলাতে করোনা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক প্রচারণা।
(আসাদুজ্জামান বুলবুল) : চিনা ভূখণ্ডে উৎপত্তি হওয়া করোনা ভাইরাস নিয়ে এখন নাজেহাল গোটা বিশ্ব। এখনও পর্যন্ত ১৯০টি দেশে পাওয়া গিয়েছে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়া রোগী। বাংলাদেশের এই রোগের আক্রান্তের সংখ্যা এখন ২০ এর অধিক। এই অবস্থায় প্রয়োজন অধিক জনসচেনতায়। এই লক্ষ্যে নীলফামারী জেলার ডিমলার ৯ নং টেপাখড়ি বাড়ী ইউনিয়ন সাধারণ শিক্ষার্থীরা গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে গ্রামের সাধারণ জনগণকে করোনা ভাইরাস সর্ম্পকে সচেতন করে তোলে। শিক্ষার্থীদের একটি টীম গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে প্রথমে এই করোনা ভাইরাস টি কি? কোথায় প্রথম ছড়ায়? কিভাবে ছড়ায়? এই ভাইরাসে আক্রান্ত হলে কি কি লক্ষন দেখা যায়? কিভাবে এই ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে? আক্রান্ত হলে করনী কি কি? এই সব বিষয়ে বিস্তারিত বলে। গ্রামের শিক্ষিত সমাজ মনে করেন, দেশে করোনা ভাইরাস প্রতিরোধ সকল কে এগিয়ে আসতে হবে। এসময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা শিক্ষার্থীদের এই কাজ গুলোকে সাধুবাদ জানায়। এই বিষয়ে শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন ” সারাদেশে যখন করোনা ভাইরাসে আতঙ্কিত, তখন গ্রামের অনেক মানুষ এই ভাইরাসের বিষয়ে জানেন না। অনেকেই আবার না রকম কুসংস্কারে বিশ্বাসী। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই যে, আমরা আমাদের গ্রামের প্রতিটি মানুষকে সচেতন করবো। এই লক্ষ্যে আমরা আমাদের আজকের কর্মসূচি পালন করি। আমরা এলাকায় সাধারন জনগনের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ক সচেতনতামমূলক লিফলেট বিতরণ করি, ছোটবাচ্চা সহ সবাইকে সাবান পানি দিয়ে হাত ধোয়াতে আগ্রহী করে গড়ে তুলি। কুসংস্কার সর্ম্পকে সতর্ক করি। শিক্ষার্থীদের এই কাজে সার্বিকভাবে সাহায্য করার জন্য শিক্ষার্থীরা অত্র এলাকার ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।