নীলফামারীর সৈয়দপুরে ধর্ষকদের ফাসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ।
রাজু আহমেদ,(নীলফামারি জেলা প্রতিনিধি): নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র বর্ববোচিত নির্যাতন এবং সাম্প্রতিক বিভিন্ন গনধর্ষনও নির্যাতন নিপিরনের প্রতিবাদে সৈয়দপুরে ‘করোনা ভ্যাকসিনের আগে ধর্ষনের ভ্যাকসিনের দাবী জানিয়ে মানববন্ধন করেছে সৈয়দপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৫ শতাধিক যুবক যুবতী ও ছাত্র-ছাত্রীরা ।৮ অক্টোবর সকাল সাড়ে ৯ টা থেকে বেলা সালে ১১ টা পর্যন্ত সৈয়দপুর প্রেসক্লাবের সামনে অবস্হান নেন সংগঠনের নেতাকর্মীরা । স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক নওশাদ আনসারির আহ্বায়নে সংগঠনের নেতাকর্মীরা ধর্ষকের ফাসিসহ ৫ দফা দাবি আদায়ে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী নেতা খন্দকার আবিদা সুলতানা, ফারুক হোসেন, আহসান হাবিব, মঞ্জুর হোসেন, মাসুম বিল্লাহ, মশিউর রহমান চৌধুরী, মাহবুবুল ইসলাম, নাহিদ আহমেদ, ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সিমা সহ আরও অনেকে । এতে উপজেলার ৩০টিরও অধিক সংগঠনের ৫ শতাধিক স্বেচ্ছাসেবক মুখে কালো ব্যাজ পরিধান ও বিভিন্ন প্লেকার্ড ব্যানার নিয়ে অংশগ্রহন করে। দেশে বেড়ে যাওয়া নারী, শিশু ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে স্বেচ্ছাসেবকরা একত্রে হয়ে বিশাল এই মানববন্ধন করে যা উত্তরবঙ্গে সর্ববৃহত আন্দোলনের ইতিহাস রচনা করে। মানববন্ধনে স্বেচ্ছাসেবকরা ধর্ষকদের বিচারের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করা, ৩০ দিন কার্যদিবসে ধর্ষকদের বিচার সম্পন্ন করা, প্রতিটি জেলায় ধর্ষণ প্রতিরোধে আলাদা টাস্কফোর্স গঠন, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, ধর্ষকদের কোন রাজনৈতিক প্রশ্রয় না দেওয়া, এবং ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বিধান করার দাবী জানায়। স্কুল কলেজ মাদ্রাসা সহ স্বেচ্ছাসেবী সংগঠনের যুবক-যুবতীর অংশগ্রহণে গণঅবস্থান থেকে স্লোগান ছিল “করোনা ভ্যাক্সিনের আগে, ধর্ষণের ভ্যাক্সিন চাই” “নারি কোনো পণ্য নয়, নারি কোনো ভোগ্য নয়”, “নিপীড়ন যেখানে, লড়াই হবে সেখানে” আগামী দিনের ৩০ দিনের মধ্যে সকল ধর্ষকদের ফাসি কার্যকর করা না হলে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন তারা।