নীলফামারীতে মসজিদে গোপন বৈঠকের সময় ১৯ জামায়াত কর্মীকে আটক

Share the post

রাজু আহমেদ নী(লফামারি জেলা প্রতিনিধি): নাশকতার উদ্দেশ্যে মসজিদে গোপন বৈঠক করার সময় নীলফামারী থেকে জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীরসহ ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের নগরবন জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গোড়গ্রাম ইউনিয়নের নগরবন মসজিদ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুল আজিজ (৫৪) সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর, গোড়গ্রাম ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মন্তেজ আলীর ছেলে হুমায়ুন কবির (৩২) ঐ ইউনিয়নের সভাপতি এবং একই ইউনিয়নের কির্ত্তনীয়াপাড়া নগরবন গ্রামের মৃত. হোসেন আলীর ছেলে রশিদুল দেওয়ান একই ইউনিয়নের সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন। বাকীদের মধ্যে ১০ জন জামায়াতের সক্রিয় সদস্য ও ৬ জন সমর্থনকারী। এসময় তাদের কাছ থেকে আটটি মোটরসাইকেল, চারটি বাইসাইকেল, ১২টি মোবাইল ফোন, জিহাদী বই, লিফলেট ও চাঁদা আদায়ের রশিদ বিভিন্ন আলামত জব্দ করে পুলিশ। নীলফামারী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান জানান, তাদের বিরুদ্ধে মামলার হয়েছে এবং মামলা শেষে বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে এমনটা আমাদের জানিয়েছেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তেঁতুলিয়ায় চেয়ারম্যানের অফিসে তালা, পরিষদ আসেন না চেয়ারম্যান

Share the post

Share the postমুহম্মদ তরিকুল  ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে বিপুলসংখ্যক টাকা বিভিন্নভাবে লোকজনের কাছ থেকে নেওয়ার অভিযোগে উঠেছে। প্রায় শতাধিক ভুক্তভোগী পরিবার প্রতিদিন  ইউনিয়ন পরিষদ চত্বরে টাকা নেওয়ার জন্য ভিড় করছেন। এদিকে পরিষদে আসেন না চেয়ারম্যান। সরকার পতনের পর থেকে চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে দু’একবার দেখা গেলেও আর দেখা যায়নি, জানান […]

জলঢাকায় শিক্ষকদের লাঞ্ছিত ও জোরপূর্বক পদত্যাগ পত্রে সাক্ষর নেওয়ার প্রতিবাদে মিছিল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

Share the post

Share the postহাসানুজ্জামান সিদ্দিকী হাসান, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের লাঞ্ছিত ও জোরপূর্বক পদত্যাগ পত্রে সাক্ষর নেওয়ার প্রতিবাদে মিছিল  মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। রবিবার বিকালে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দের উদ্যোগে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কিছু স্বার্থের্ষী মহল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের লাঞ্ছিত ও পদত্যাগ পত্রে জোরপূর্বক  সাক্ষর নেওয়ার প্রতিবাদে […]