নারায়ণগঞ্জে আগুনে নিহতদের পরিচয় সন্ধানে সিআইডির ফরেন্সিক বিভাগের নাম্বার প্রকাশ।
মো. রাশেদুল ইসলাম: গত বৃহস্পতিবার আগুনে পুড়ে নারায়ণগঞ্জের সেজান জুস কারখানায় নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য ৬৬ জনের নমুনা সংগ্রহ করেছে সি আই ডির ফরেনসিক ল্যাব টিম। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গের সামনে থেকে নমুনা সংগ্রহের কাজ শেষ করেন তারা।
সি আই ডি জানিয়েছে, আগুনে পুড়ে ৪৮ টি লাশ বিকৃত হয়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তাই এই সকল লাশ শনাক্ত করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্বজনদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে।
এ বিষয়ে ফরেনসিক ল্যাবের ডিএনএ পরীক্ষক দীপংকর দত্ত বলেন, ৪৮ টি মরাদেহ শনাক্ত করার জন্য আমরা ৬৬ জনের নমুনা সংগ্রহ করেছি।
সি আই ডির এক নোটিশে জানানো হয়, আগুনে নিহত বা নিখোঁজ কারো আত্মীয় স্বজন এলে তারা যেন সি আই ডির ফরেনসিক ল্যাবে যোগাযোগ করে। যোগাযোগের সুবিধার্থে দুইটি ফোন নাম্বার নোটিশে যুক্ত করে দেওয়া হয়। নাম্বার দুটি – ০১৭২৮২৫৬৬২৩, ০১৬৭৩০১৬৯৭৩।
উল্লেখ্য গত বৃহস্পতিবার সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফ্রুটস লিমিটেডের একটি ভবনে আগুন লেগে নিহত হয়েছে ৫২ জন শ্রমিক ও কর্মচারী। এ অগ্নিকান্ডে নিহতদের ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হলেও ৪৮ জনের পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয় উদ্ধার কাজে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী।