নাগরিক সেবায় কর্পোরেশনের চালকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : রেজাউল ক‌রিম চৌধুরী

Share the post
নিউজ ডেস্ক:  নাগ‌রিক সেবায় ক‌র্পো‌রেশ‌নের চালক‌দের ভূ‌মিকা অত্যন্ত গুরুত্ব পূর্ণ ব‌লে মন্তব্য ক‌রেন চ‌সিক মেয়র পদপ্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল ক‌রিম চৌধুরী। শুক্রবার ২ অক্টোবর বিকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ তাঁর বহরদারহাটস্থ নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মত‌বি‌নিময় সভায় মি‌লিত হন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক কাজী মোঃ নাজিমউদ্দিনের সঞ্চালনায় অনু‌ষ্ঠিত সভায় বক্তব্য রাখ‌তে গি‌য়ে রেজাউল ক‌রিম চৌধুরী আ‌রো ব‌লেন, সি‌টি ক‌র্পো‌রেশ‌নের সা‌র্বিক কর্মকা‌ন্ডের সা‌থে চালক‌দের সম্পৃক্ততা র‌য়ে‌ছে। প‌রিচ্ছন্নতা, আ‌লোক ব্যবস্থাপনা, উন্নয়ন কর্মকান্ডসহ সং‌শ্লিষ্ট কা‌জে দা‌য়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মী‌দের প‌রিবহ‌নসহ প্রায় সব কা‌জের সফলতার অ‌নেকটা চালক‌দের উপর নির্ভর ক‌রে। তাই, জী‌বিকা অর্জ‌নের পাশাপা‌শি জন‌হিতকর কর্মকান্ড সম্পন্ন ক‌রে তৃ‌প্তি লা‌ভের বিরাট‌ সু‌যোগ আপনা‌দের র‌য়ে‌ছে। সক‌লে চাই‌লে এ সু‌যোগ পায়না। তাই চালক‌দের স্বচ্ছলতা ও অন্যান্য মৌ‌লিক চা‌হিদা পূর‌ণ যেমন ক‌র্পো‌রেশ‌নের দা‌য়িত্ব, তেম‌নি চালকরাও একাগ্রতা, নিষ্ঠতা, সময়ানুব‌র্তিতা, নিয়মানুব‌র্তিতার মধ্য দি‌য়ে ক‌র্পো‌রেশ‌নের সেবার মান উন্নয়‌নে অনন্য ভূ‌মিকা রাখ‌তে পা‌রে।
মত‌বি‌নিময়‌ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সা‌বেক ছাত্র‌নেতা কে.বি.এম. শাহাজাহান, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউটের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল আলম, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের যুগ্ম আহবায়ক আকবর আলী আকাশ। এছাড়াও বক্তব্য রা‌খেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন চালক ঐক্য পরিষদের সভাপতি মোঃ সালাউদ্দিন, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আজিম হোসেন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সহ-অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান উপদেষ্টা মোঃ হানিফ, সদস্য মোঃ শহিদুল ইসলাম, সদস্য সাহেদ আহমদ, সদস্য খোকন বনিক, সদস্য মোঃ ইউসুপ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]