

আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীতে গত ৪৮ ঘন্টার ব্যবধানে পৃথক স্থানে প্রকাশ্যে ৩টি হত্যাকান্ডের ঘটনায় পুরো জেলা জুড়ে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আতংক। এসব প্রকাশ্যে হত্যাকান্ডের মধ্যে দুইটি কুপিয়ে ও একটি পিটিয়ে হত্যার মত ঘটনা ঘটেছে। আর এসব ঘটনা মাদক ও এলাকার আধিপত্য বিস্তারকেই প্রধানত দায়ী করছেন স্থানীয় জনসাধারণ। গত ৩০ জুন দিবাগত রাত থেকে ২ জুলাই বিকাল পর্যন্ত শহরের পূর্ব ব্রাহ্মন্দী, সদর উপজেলার মাধবদী ও রায়পুরা উপজেলার আমিরগঞ্জে এসব হত্যাকান্ডগুলো সংঘটিত হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, ৩০ জুন (সোমবার) দিবাগত রাত ১১টায় শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার ফাতেমাতুস জোহরা মহিলা মাদ্রাসার সামনে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে মিনহাজুল আবেদীন ওরফে রিজভী (৩০) নামে এক ইন্টারনেট ব্যবসায়ীকে বাসায় ডেকে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসী তৈয়ব ওরফে মেলেটারির ছেলে তৈয়বুর। এসময় সন্ত্রাসীদের ফেলে রেখে যাওয়া ৬টি তাজা হাত বোমা ও দেশিয় অস্ত্র ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেন। এর রেশ কাটতে না কাটতেই ১ জুলাই (মঙ্গলবার) বিকেলে সদর উপজেলার মাধবদী থানাধীন পাইকারচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জামাল মিয়া (৫০) কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
সর্বশেষ ২ জুলাই বুধবার বিকেলে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ভিতরে ঢুকে শাহীন মিয়া (৩৪) নামে এক সেনেটারী ব্যবসায়ীকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করে শাহীন ওরফে মালখোর শাহীন ওরফে ডান্ডি শাহীন নামে এক সন্ত্রাসী। এ ঘটনায় স্থানীয় থানা পুলিশ ওই ঘাতককে হত্যাকান্ডে ব্যবহৃত দা সহ আটক করেন।
এত অল্পসময়ের মধ্যে ঘটে যাওয়া পৃথক তিনটি হত্যাকান্ডে পুরো নরসিংদী জুড়ে আতংক সৃষ্টি হয়েছে। আর এসব হত্যাকান্ডের জন্য সুশীল সমাজ মাদককে প্রধানত দায়ী করছেন।তারা বলছেন, নরসিংদী জুড়ে মাদকের মারাত্মক ছড়াছড়ি ও বিস্তার। সুস্থ মানুষের পক্ষে এভাবে খুন করা সম্ভব নয়। নেশাগ্রস্ত অবস্থায় তারা এসব হত্যাকান্ড কটতে পারছে। মাদকের টাকা যোগাড় করতে মাদকসেবীরা বেপরোয়া হয়ে পড়েছে। এতে করে সাধারণ মানুষ দিন দিন নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়ছে। যে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও টহল বৃদ্ধির পাশাপাশি নরসিংদী থেকে মাদক নিমূল করতে না পারলে জনজীবন আরও চরম ঝুঁকিতে পড়বে বলেও তারা মনে করেন। তাই তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সময়ের মধ্যে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন বলে আশা রাখেন।