

আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীতে দেশ টিভির সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় হামলাকারীরা। মোঃ আকরাম হোসেন দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
শুক্রবার (১০ মে) রাত ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। হামলায় অল্পের জন্য সপরিবারে প্রাণে রক্ষা পান সাংবাদিক আকরাম হোসেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পুলিশ।
এ ঘটনায় নিন্দা জানিয়েছে নরসিংদী প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নরসিংদী শাখা, জেলা প্রেসক্লাব নরসিংদী, নরসিংদী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।সাংবাদিক আকরাম হোসেন জানান, শুক্রবার রাত দশটার দিকে পরিবার নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হাসান সিএনজি ফিলিং ষ্টেশনে আমার ব্যক্তিগত গাড়িতে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এ সময় অজ্ঞাতনামা তিন জন দুর্বৃত্ত ধারালো চাপাতি বের করে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদেরও হত্যা চেষ্টায় চপাতি দিয়ে আঘাত করতে চাইলে তা প্রতিহত করার চেষ্টা করি। পরে তারা বিভিন্ন ধরনের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দিয়ে দৌড়ে চলে যায়। হামলার সময় আমার সঙ্গে স্ত্রী, দুই বছরের শিশু ছেলে ও ভাগনি অবস্থান করছিল।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।