নবীগঞ্জে মাদকসেবী ও চাঁদাবাজদের বিরুদ্ধে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীদের মানববন্ধন 

Share the post
হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মাদকসেবী ও চাঁদাবাজদের হামলা ও দৌরাত্ম্যের প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।মঙ্গলবার দুপুরে শহরের শহীদ আজমত চত্বর এলাকায় নবীগঞ্জ বাজার চৌমুহনী ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়- গত ৬ মে মঙ্গলবার নবীগঞ্জ শহরের বিশ্বজিত দাশের ব্যবসা প্রতিষ্ঠান ভাই ভাই এন্টারপ্রাইজে আলমগীর মিয়া নামে এক মাদকসেবী হামলা চালিয়ে দোকানপাট ভাংচুর করে ও কর্ণ দাশ নামে এক যুবককে দাড়ালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। গত ১১ মে রবিবার কলা ক্রয়কে কেন্দ্র করে জগিন্দ্র সরকারের দোকানে হামলা ভাংচুর ও লুটপাট করে সুজন মিয়াসহ ৭-৮জন যুবক। এ ঘটনায় ব্যবসায়ী জগিন্দ্র সরকার গুরুতর আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পর-পর ব্যবসা প্রতিষ্ঠানে মাদকসেবী ও চাঁদাবাজদের হামলা ও দৌরাত্ম্যের প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন নামেন ব্যবসায়ীরা। মানববন্ধনে ব্যবসায়ী আব্দুল আলীম ইয়াছিনীর সভাপতিত্বে এবং মুহিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাজারের ব্যবসায়ী তৌহিদুল ইসলাম চৌধুরী, জায়নাল আবেদীন, অরবিন্দু রায়, মাওলানা শোয়েব আহমদ, অলিউর রহমান অলি, ওয়াহিদুজ্জামান জুয়েল, সৈয়দ জাহির আলী, বাবুল দেব, জাকির হোসেন, সুমন চন্দ্র দাশ, রাজু আহমেদ চৌধুরী, মরিন্দ্র সরকার, মদন শীল, উৎপল দাশ, মুমিন চৌধুরী, শামীম চৌধুরী, রনঞ্জিত ভট্টাচার্য্য,হিমাংশু শেখর ভজন, কায়েদ মিয়া, প্রনয় কুমার দাশ, শান্ত পৌরকায়স্ত, বিশ্বজিৎ দাশ, ছাত্রদল নেতা সোগাহ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদকসেবী ও চাঁদাবাজদের কারণে ব্যবসা পরিচালনায় নানাভাবে বিঘ্ন ঘটছে। তারা দ্রুত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
 মানববন্ধন চলাকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন উপস্থিত হয়ে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ওসির আশ্বাসের প্রেক্ষিতে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ব্যবসায়ীরা পুনরায় দোকানপাট খুলে দেন। এ সময় ব্যবসায়ীরা প্রশাসনের প্রতি আস্থা রেখে তাদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎মাধবপুরে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড ও জরিমানা

Share the post

Share the postস্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ আগস্ট) দুপুরে বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম। ‎ ‎দণ্ডপ্রাপ্তরা হলেন- ফতেহপুর গ্রামের মৃত বসু মিয়ার ছেলে মো. জিলু মিয়া (৩৫), রিয়াজনগর গ্রামের […]

অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে মাধবপুর সীমান্তে ব্যবসায়ী আটক

Share the post

Share the postস্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় প্রবাল বণিক (৪৪) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ‎ ‎রোববার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার দেবনগর এলাকায় ধর্মঘর সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যরা ভারতীয় মালামালসহ তাকে আটক করে। আটককৃত প্রবাল বণিক হবিগঞ্জ শহরের বগলা […]