

মির্জা তুষার আহমেদ,নওগাঁ :নওগাঁর সাপাহারে লাইসেন্সবিহীন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে দুটি সেমাই কারখানাকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) উপজেলার খোঁনজনপুর এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আব্দুল আজিজ,উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ বলেন, ঈদকে ঘিরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে বিভিন্ন সেমাই কারখানায় অভিযান চালানো হয়। জনস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে এ ধরনের অভিযান আরো পরিচালিত হবে বলেও জানিয়েছেন তিনি।