নওগাঁর আত্রাইয়ে ডাকাতির ঘটনায় ৩ জন ডাকাত গ্রেফতার

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁ জেলার আত্রাই উপজেলায় এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার, রুপা ও নগদ অর্থ লুণ্ঠনের ঘটনায় তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় লুণ্ঠিত মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার (বিপিএম) ডাকাতদের গ্রেফতার ও উদ্ধারকৃত মালামালের বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় আত্রাই থানাধীন আহসানগঞ্জ হাটের পার্শ্বে ৫ সদস্যের একটি ডাকাত দল নান্টু কুমার প্রামানিক নামের এক স্বর্ণ ব্যবসায়ীর পথরোধ করে। তারা তার ওপর হামলা চালিয়ে তার ব্যাগ থেকে স্বর্ণ, রুপা ও নগদ টাকা লুট করে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী নান্টু কুমার প্রামানিক আত্রাই থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারের নির্দেশনায় একাধিক পুলিশ টিম তদন্ত শুরু করে। তদন্তে বেরিয়ে আসে, ডাকাত দলের অন্যতম সদস্য আত্রাই উপজেলার মালিপুকুর গ্রামের তালেব মন্ডলের ছেলে রেজাউল মন্ডল (৩০) এবং তার সহযোগীরা পরিকল্পিতভাবে নান্টুর কাছ থেকে মালামাল লুট করে।
পুলিশ জানায়, নওগাঁ সদর উপজেলার বজরুক আতিয়া গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে আজাদুর রহমান (৪৭), শেরপুর গ্রামের মৃত আসাদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৪২) এবং আত্রাই উপজেলার মালিপুকুর গ্রামের তালেব মন্ডলের ছেলে রেজাউল মন্ডল (৩০) মোটরসাইকেলে ঘটনাস্থলে এসে নান্টুকে আঘাত করে এবং তার ব্যাগ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে।
এ ঘটনার পর নওগাঁ জেলা পুলিশ রাজশাহীর পুঠিয়া, নওগাঁর মহাদেবপুর ও আত্রাই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজন ডাকাতকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নতুন কেনা আরেকটি মোটরসাইকেল, একটি স্বর্ণের চেইন ও ৪০ হাজার টাকা উদ্ধার করে। তবে লুট হওয়া ৩০ লক্ষ টাকার সম্পূর্ণ মালামাল এখনো উদ্ধার হয়নি। বাকিটা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আজাদুর রহমানের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির ১৯টি এবং রেজাউল মন্ডলের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা রয়েছে।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত বাকি লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) গাজিউর রহমান (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) ফারজানা হোসেন, নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নওগাঁর সাপাহার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল শিক্ষার্থী নিহত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ :নওগাঁর সাপাহার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক জন নিহত দুই জন আহত। সোমবার (৩১মার্চ) দুপুরে সাপাহার উপজেলার মিরাপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাহীন আলম পোরশা উপজেলার গ্রামের বাসিন্দা, বাকি আহতরা হলেন সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়ন আলাদিপুর গ্রাম, আরেকজন পোরশার দোয়ারপালের,সবাই স্কুল শিক্ষার্থী বলে জানা যায়। […]

নওগাঁয় প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে বিয়ে: ভাইরাল প্রধান শিক্ষক

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ : অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই ছাত্রীকে বিয়ে করলেন নওগাঁর মান্দা উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন। গত বুধবার একই প্রতিষ্ঠানের এবারের এসএসসি পরীক্ষার্থী দোলা আক্তারকে বিয়ে করে তৃতীয় স্ত্রী হিসেবে তাকে ঘরে তোলেন। এ ঘটনা প্রকাশ হয়ে পড়ায় ব্যাপক তোলপাড়া শুরু হয়েছে এলাকাজুড়ে। […]