

মির্জা তুষার আহমেদ,নওগাঁ: নওগাঁ জেলার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের টেন্ডার বৈষম্য দুর ও আওয়ামী টেন্ডার বাজদের রাহুমুক্ত করতে, আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা 12 টার সময় নির্বাহী প্রকৌশলী, এল, জি,ই,ডি গেটে, বৈষম বিরোধী ঠিকাদারদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানব বন্ধনে ঠিকাদার মোঃ বাবুর সভাপত্বিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বৈষম্য বিরোধী ঠিকাদার, মেহেদী হাসান বাবু, আকরাম হোসেন,জহুরুল ইসলাম,দুলাল হোসেন বলেন, আমরা তালিকাভুক্ত ঠিকাদার হওয়ার পর বিগত অর্থ বছর গুলোতে টেন্ডারের নামে আমাদের ঠিকা ব্যবসা থেকে বঞ্চিত করা হয়েছে, দলীয় প্রভাব খাটিয়ে অফিসকে জিম্মি করে সমস্ত কাজ তারা ভাগ বাটওয়ারা করে আমাদের মত সাধারন ঠিকাদারদের বঞ্চিত করেছে। নির্বাহী প্রকৌশলী দপ্তর থেকে সরকারি অনেক রাজস্ব আয় থেকে ও বঞ্চিত করা হয়েছে। সরকারী প্রকিউরমেন্ট আইন অনুযায়ী ৩ কোটি টাকা পর্যন্ত LTM টেন্ডার করার অনুমতি আছে। এখন OTM টেন্ডার গুলি বাতিল করতে হবে, অনুরোধক্রমে নওগাঁর বৈষম্য বিরোধী ঠিকাদার বৃন্দ। মানববন্ধন শেষে নির্বাহী প্রকৌশলী দপ্তর গিয়ে স্মারকলিকে জমা দেন বৈষম্য বিরোধী ঠিকাদাররা।