নওগাঁয় প্রেমিকাকে না পেয়ে যুবকের আত্মহত্যা 

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ :নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রেমিকাকে বিয়ে করতে না পেরে অভিমান করে সাগর হোসেন (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সাগর হোসেন উপজেলার ধামইরহাট ইউনিয়নের রামরামপুর তেলিপাড়া গ্রামের মো. রহিদুল ইসলামের একমাত্র ছেলে।
নিহতের বাবা মো. রহিদুল ইসলাম মুঠোফোনে জানান, গত ৮ মে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত কারণে অভিমান করে সাগর নিজ ঘরে বিষ পান করে। বিষয়টি বুঝতে পেরে রাতেই তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি দেখে শুক্রবার তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয় এবং জানা যায়—২০২১ সালে হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করা সাগর পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়ে এবং আত্মহননের পথ বেছে নেয়। তার বড় চাচা আব্দুর রহিম ও প্রতিবেশীরাও ধারণা করছেন, এটি কোনো সাধারণ অভিমান নয়—পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারাই তার আত্মহত্যার প্রধান কারণ।
 তবে নিহতের বাবা রহিদুল ইসলাম বলেন, “আমার ছেলের সঙ্গে কখনো কোনো মতবিরোধ হয়নি। সে কারও সঙ্গে সম্পর্কে ছিল এমনটাও আমার জানা নেই।” ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরদিন শনিবার (১০ মে) সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ধামইরহাট থানায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কাণ্ডে ওসি-সহ ৬ পুলিশ প্রত্যাহার

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ :নওগাঁর ধামইরহাট থানা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্নপত্র তছনছ কাণ্ডে থানা পুলিশের দায়িত্ব অবহেলাতে ওসি আবদুল মালেককে প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে মোট ৬ পুলিশকে প্রত্যাহার করলো জেলা পুলিশ। রোববার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। এ ঘটনায় নতুন ভাবে […]

তালাকের চার বছর পর সম্পত্তির লোভে স্বামীর বাড়িতে সাবেক স্ত্রী, প্রতিবাদে সাবেক স্বামীর সংবাদ সম্মেলন

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে বিবাহ বিচ্ছেদের ৪ বছর পর সন্তানদের অযুহাতে স্বামীর বাড়ি দখলে নেবার অভিযোগে সাবেক স্ত্রী মোছা: সুফিয়া বেগমর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সাবেক স্বামী মো: ইউনুস আলী। রোববার ( ১৫ জুন ) দুপুরে নজিপুর বাসস্ট্যান্ডের একটি হোটেলে এই সংবাদ সম্মেলন করে মো: ইউনুস আলী। ইউনুস আলী নওগাঁ জেলার ধামইরহাট […]