

মির্জা তুষার আহমেদ,নওগাঁ: নওগাঁয় সদ্য যোগদানকারী পুলিশ সুপার কুতুব উদ্দিন বলেছেন “সাদা কে সাদা এবং কালোকে কালো বলতে হবে “অপরাধীদের কোন রং হয় না, তারা শুধুই অপরাধিই। অপরাধি যেই হোক কেন, তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধিদের কোন ছাড় নেই। পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য জেলা পুলিশের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। তিনি বলেন ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সমন্বয়ক ও কিছু রাজনৈতিক দলের নামে লুটপাট সহ চাঁদাবাজি করছে একটি চক্র ও উঠতি বয়সের যুবকেরা যারা কিশোর গ্যাং নামে পরিচিত তাদের বিরুদ্ধে অচিরেই পুলিশ বাহিনী ব্যবস্থা নিবে। সবাই কে সাথে নিয়ে নওগাঁ জেলা পুলিশ প্রশাসন কাজ করবে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় নওগাঁ জেলা পুলিশ প্রশাসন পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মত বিনিমিয় সভার আয়োজন করে। নওগাঁর মফস্বল সাংবাদিক ইউনিয়ন, ইউনাইটেড প্রেস ক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন সংগঠনের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার এসব কথা বলেন।